স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙাসহ তিন দাবিতে বরিশাল ব্লকেড, জনভোগান্তি
Published: 12th, August 2025 GMT
স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙাসহ তিন দফা দাবিতে বরিশাল ব্লকেড কর্মসূচির আওতায় মঙ্গলবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের দুই স্থানে এবং নগরের সদর রোডে অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। এ ছাড়া শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনশন কর্মসূচি পালন করছেন কয়েকজন শিক্ষার্থী।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা থেকে বরিশালসহ বিভাগের সব জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে তীব্র গরমে হাজারো যাত্রী অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। বিকল্প পথে কিছু যানবাহন ঢাকার উদ্দেশে চলাচল করলেও সেসব যানবাহনকে ১০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে ঢাকায় যেতে হচ্ছে। অপরদিকে নগরের গুরুত্বপূর্ণ সদর রোড অবরোধ করায় শহরের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
পটুয়াখালী থেকে আসা যাত্রী আলী আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তীব্র গরমের মধ্যে এ রকম রাস্তা আটকে আন্দোলন করার কী যুক্তি থাকতে পারে? এই আন্দোলন যদি জনগণের পক্ষে হয়, তাহলে কেন জনভোগান্তি সৃষ্টি করা হচ্ছে?’
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন সিকদার বলেন, তিন দফা দাবিতে শিক্ষার্থীরা আজও মহাসড়কসহ সদর রোড অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আন্দোলনকারীদের একটি অংশ আমরণ অনশন করছে। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালাবে বলে ঘোষণা দিয়েছে।
তিন দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে দুর্ভোগে পড়েন বিভিন্ন রুটে চলাচল করা যাত্রীরা.