নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে। আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক আবুল বাশার (৪৫) ও অজ্ঞাত একজন নারী মারা গেছে। এরআগে ঘটনাস্থলে লিটন দাস (৩২) ও অজ্ঞাত একজন পুরুষ মারা যায়। নিহত আবুল বাশারের বাড়ি নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর ও লিটন দাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ৩টার দিকে আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দরের মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস ভর্তি একটি  ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিটন দাস ও অজ্ঞাত একজন পুরুষ যাত্রী মারা যায়। এবং সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত একজন নারী মারা গেছে।

গুরুত্বর আহত সিএনজির যাত্রী রাবেয়া, একজন অজ্ঞাতনামা মহিলা এবং এক অজ্ঞাতনামা ১২ বছরের শিশু চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর প্রায় ১০ মিনিট আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘাতক ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করে পুলিশ।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন জানান, বেলা আনুমানিক ৩টার দিকে দূর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়। আমরা ট্রাকটি জব্দ করেছি। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, আহতদের অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে। তারা প্রত্যেকেই গুরুতর আহত হয়েছেন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ দ র ঘটন স এনজ

এছাড়াও পড়ুন:

বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া

‎ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৪ নভেম্বর) বাদ এশা শহরের চানমারি আলআকসা জামে মসজিদ প্রাঙ্গণে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়ার আয়োজন করা হয়।

‎এসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

‎মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সদস্য রুহুল আমিন,  আমিনুল ইসলাম, মাহাবুব হোসেন, মনির হোসেন, বাধন মজুমদার, সেচ্ছাসেবক নেতা মিজান, আলামিন, খোকন, জীবন, আলামিন, আলম, রমজান, সামিরসহ অনেকেই।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
  • ডেঙ্গু আক্রান্ত জাসাস নেতা রিপনের শয্যাপাশে আনিসুল ইসলাম সানি 
  • মদনপুরে দুইদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
  • বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া