আড়াইহাজারে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪
Published: 12th, August 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে। আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক আবুল বাশার (৪৫) ও অজ্ঞাত একজন নারী মারা গেছে। এরআগে ঘটনাস্থলে লিটন দাস (৩২) ও অজ্ঞাত একজন পুরুষ মারা যায়। নিহত আবুল বাশারের বাড়ি নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর ও লিটন দাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ৩টার দিকে আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দরের মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিটন দাস ও অজ্ঞাত একজন পুরুষ যাত্রী মারা যায়। এবং সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত একজন নারী মারা গেছে।
গুরুত্বর আহত সিএনজির যাত্রী রাবেয়া, একজন অজ্ঞাতনামা মহিলা এবং এক অজ্ঞাতনামা ১২ বছরের শিশু চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর প্রায় ১০ মিনিট আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘাতক ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করে পুলিশ।
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন জানান, বেলা আনুমানিক ৩টার দিকে দূর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়। আমরা ট্রাকটি জব্দ করেছি। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, আহতদের অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে। তারা প্রত্যেকেই গুরুতর আহত হয়েছেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ দ র ঘটন স এনজ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
নারায়ণগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে | মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে র্যালি ও বৃক্ষরোপণ করা হয়।
নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন, জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীর।
এসময় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষ তার স্বপ্নের চেয়ে বড়, কিন্তু সেই স্বপ্ন দেখতে হবে এবং বাস্তবায়ন করতে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। জীবনের গুরুত্বপূর্ণ সময় হল এখন।
আপনারা যদি এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে প্রতিষ্ঠিত হতে পারবেন। পৃথিবীতে যত প্রাণি আছে তারা কিভাবে জীবন চলতে হয় প্রাকৃতিক ভাবেই শিখে যায়। কিন্তু মানুষকে কৃত্রিম ভাবে শিখতে হয়।
তিনি আরও বলেন, একজন নগরিক হিসাবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের বহিঃ প্রকাশ ঘটাতে হবে। আমাদের দায়িত্বের জায়গা থেকে যদি অনুধাবন না করি, তাহলে আমারা যে সমাজ প্রত্যাশা করি সেধরনের সমাজ গঠন সম্ভব হবে না।
এসময় অনুষ্ঠানে ৫ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ৩ জন শ্রেষ্ঠ যুব সংগঠক ও ৩ জন সফল আত্মকর্মীকে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।