কয়েক দফা মহাসড়ক অবরোধের পর এবার রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনরত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় এ কর্মসূচি ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আগামীকাল বুধবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

আরো পড়ুন:

সাদা পাথর রক্ষায় ঢাবি শিক্ষার্থীদের ৩ দাবি

৩ দফা দাবিতে শাবিপ্রবি প্রকৌশলী শিক্ষার্থীদের বিক্ষোভ

তারা জানান, রেল ব্লকেড কর্মসূচির বিষয়ে তারা স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। সবাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অঙ্কের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছে। গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেয় শিক্ষার্থীরা।

তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ৬ মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে পুনরায় আন্দোলন শুরু হয়। 

সোমবার (১১ আগস্ট) সকালে স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার ঢাকা-পাবনা মহাসড়ক বন্ধ করে নবীনবরণ এবং মঙ্গলবার সেমিনার করেন শিক্ষার্থীরা।

ঢাকা/হাবিবুর/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ

এছাড়াও পড়ুন:

অ্যালবামের নাম ‘প্রাণ-ত’, এনজেল বললেন...

প্রথম মৌলিক গান গেয়েই তারকাখ্যাতি পান এনজেল নূর। ‘যদি আবার’ শিরোনামের গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানেই নিজের জীবনকে গল্প বলার ঢঙে সামনে এনেছেন তিনি। এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। তাঁর প্রথম অ্যালবামের নাম হবে ‘প্রাণ-ত’।

অ্যালবামের এই ব্যতিক্রমী নামকরণ বিষয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণের কাছের, ফলে অ্যালবামের নাম ‘প্রাণ-ত’। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’

এনজেল নূর

সম্পর্কিত নিবন্ধ