দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর একরামুল নিহত
Published: 12th, August 2025 GMT
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় একরামুল হক (৩৪) নামে এক বাংলাদেশি যুবকের নিহত হয়েছেন।
সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত একরামুল ফেনীর দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উদরাজপুর এলাকার মজিবুল হকের ছোট ছেলে। পরিবারে তার মা-বাবা, স্ত্রী, তিন বছরের এক মেয়ে ও তিন মাসের এক ছেলে সন্তান রয়েছে।
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে গত ২৯ জুলাই মোজাম্বিক হয়ে অবৈধ পথে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হন এক দল বাংলাদেশি। শনিবার দক্ষিণ আফ্রিকায় প্রবেশের পর সীমান্ত থেকে ১৯ জন বাংলাদেশি নিয়ে একটি মাইক্রোবাস জোহানেসবার্গের উদ্দেশ্যে যাত্রা করেন।
পথমধ্যে ডেলমাসের উইটব্যাংক ওল্ড সড়কে সকাল সাড়ে ৬টার দিকে গাড়িটি দুর্ঘটনায় কবলে পড়ে। এতে ঘটনাস্থলে দুই বাংলাদেশি নিহত হন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় একরামুল হককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই শহিদ উল্ল্যাহ বলেন, “একরামুল গত ২৯ জুলাই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়েন। তার মরদেহ দেশে আনার ব্যাপারে সরকারের সহযোগিতা চাই। এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।”
এ ব্যাপারে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
ঢাকা/সাহাব উদ্দিন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত একর ম ল পর ব র
এছাড়াও পড়ুন:
অ্যালবামের নাম ‘প্রাণ-ত’, এনজেল বললেন...
প্রথম মৌলিক গান গেয়েই তারকাখ্যাতি পান এনজেল নূর। ‘যদি আবার’ শিরোনামের গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানেই নিজের জীবনকে গল্প বলার ঢঙে সামনে এনেছেন তিনি। এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। তাঁর প্রথম অ্যালবামের নাম হবে ‘প্রাণ-ত’।
অ্যালবামের এই ব্যতিক্রমী নামকরণ বিষয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণের কাছের, ফলে অ্যালবামের নাম ‘প্রাণ-ত’। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’
এনজেল নূর