টাঙ্গাইলে জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৩৫
Published: 13th, August 2025 GMT
টাঙ্গাইলে জুয়ার আসর থেকে সদর উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৪৯ হাজার ৪১০ টাকা, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জমান ও দুইটি খালি মদের বোতল জব্দ হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) মধ্যরাতে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত শতাব্দী ক্লাব থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, কালিবাড়ি এলাকার রক্ষিত বিশ্বজিৎ, মো.
আরো পড়ুন:
জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে: তারেক রহমান
নাঙ্গলকোটে বিএনপির সম্মেলন, ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ
অন্য আটককৃতরা হলেন- একে এম মাসুদ, বেতকার শিপন, মহব্বত আলী বিশ্বাস, বেতকার আশিকুর রহমান, রফিক, আখতারুজ্জামান, বেপারী পাড়ার এস এম ফরিদ আমিন, কবির হোসেন, আদালত পাড়ার মোশারফ উদ্দিন, রফিকুল, বিশ্বজিৎ, হাসান আলী, ঘারিন্দা এলাকার হাবিল উদ্দিন, আকুর টাকুর পাড়ার জাহিদ, থানা পাড়ার প্রিন্স খান, সৈয়দ শামসুদ্দোহা, পাড় দিঘলিয়ার সাদেকুর, কাজিপুরের সেলিম, আদালত পাড়ার শাহ আলম, সিরাজুল, আদি টাঙ্গাইলের শফিক, আশেকপুর এলাকার আরমান ও ছয়আনি পুকুর পাড় এলাকার শামসুল হক।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল জানান, বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পেরেছেন দলের দুই নেতা আটক হয়েছেন। ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে তাদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সেনাবাহিনী শতাব্দী ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ ৩৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে হাজির করা হবে।
ঢাকা/কাওছার/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ আটক ব এনপ র স এল ক র
এছাড়াও পড়ুন:
লালমনিরহাট সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেছে।
বুধবার (১৩ আগস্ট) ভোরে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর একটি টহল দল বুড়িমারী সীমান্ত এলাকার মাছিরবাড়ি নামক স্থান থেকে তাদের আটক করে।
আটক পুরুষর হলেন- মো. মোশাররফ হোসেন (৫০), তার তিন ছেলে মো. রাব্বি হোসেন (২৬), মো. নাহিদ হাসান (২৪) ও মো. সজীব আলী (১৬)। তাদের সবার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে।
আরো পড়ুন:
ঝিনাইদহ সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ
আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
বিজিবি সূত্র জানায়, আটককৃত ব্যক্তিরা প্রায় ১০ বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তারা দেশটির গুজরাট রাজ্যের শচীন এলাকায় হকারি করতেন। ৯৮ বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিলে বিজিবি তাদের আটক করে।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, আটককৃত ৯ জন বর্তমানে ৬১ বিজিবির হেফাজতে আছেন। আজ বিকেলে তাদের পাটগ্রাম থানায় সোপর্দ করবে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা/সিপন/মাসুদ