খুলনায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ময়না বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক। তার নাম জানাতে পারেনি পুলিশ।

খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনজার্জ মো. ফজলুল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর একরামুল নিহত

নারায়ণগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২ 

মারা যাওয়া ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামী আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করাতে আজ সকালে একটি অ্যাম্বুলেন্সে খুলনায় রওনা হন ময়না। সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

স্থানীয় ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে চারজনকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সের চালক পলাতক।

খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.

ফজলুল করিম বলেন, ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সের যাত্রীদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরিফ মোল্লার স্ত্রী ময়নার ‍মৃত্যু হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ