৬ ঘণ্টা পর রেলপথ ছাড়ল শিক্ষার্থীরা, শিডিউল বিপর্যয়
Published: 13th, August 2025 GMT
আগামীকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়ে দীর্ঘ ৬ ঘণ্টা পর রেলপথ ব্লকেড স্থগিত করেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্লকেডের কারণে উত্তরাঞ্চলের ১৬ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাসুম আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ ৬ ঘণ্টা অবরোধের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে।
এর আগে সকাল ৯টায় স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
আরো পড়ুন:
বিসিএসে অযৌক্তিক অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ময়মনসিংহ মেডিকেলের হোস্টেল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ
আগামীকাল যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাইবুর রহমান বলেন, ‘‘স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ১০ আগস্ট হাটিকুরুমল গোলচত্বরে এলাকায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেদিন ৪৮ ঘণ্টার সময় দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়। এরপরও সরকারের কোনো পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাইনি। আজকেও উল্লাপাড়া স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করা হয় কিন্তু কোনো আশ্বাস পাইনি। ট্রেনের যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে অবরোধ স্থগিত করেছি। আগামীকাল একইভাবে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ করবে শিক্ষার্থীরা। আমাদের দাবি না মানলে এই আন্দোলন চলবে।’’
আন্দোনকারীরা বলেন, ‘‘একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৮ বছরেও ক্যাম্পাস নির্মিত হয়নি এটা দুর্ভাগ্যজনক। শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের ভোগান্তির মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। এভাবে আর চলতে পারে না। আমরা ক্যাম্পাস চাই। ক্যাম্পাস বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরব না।’’
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা.
তিনি আরো জানান, ধুমকেতু এক্সপ্রেস ২টার দিকে রাজশাহী এসে আবার ৪টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। অপরদিকে সিল্কসিটি এক্সপ্রেস ঢাকায় পৌঁছার পর পৌনে ৩টায় আবার রাজশাহী অভিমুখে ছেড়ে আসার কথা। এছাড়াও রংপুর এক্সপ্রেস রংপুরে ও কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রামে পৌঁছে আবার ঢাকায় ফেরার কথা। কিন্তু অবরোধের কারণে এ সব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা ছিল। ফলে ঢাকা-উত্তরাঞ্চল রেললাইনে সিডিউল বিপর্যয় হয়েছে।
প্রতিষ্ঠার ৮ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একাত্মতা প্রকাশ করেছে। গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেন শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ৬ মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে আবার আন্দোলন শুরু হয়।
ঢাকা/রাসেল/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫