স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ৬ ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেনের শিডিউল বিপর্যয়
Published: 13th, August 2025 GMT
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টা থেকে বেলা তিনটা পর্যন্ত ৬ ঘণ্টা উল্লাপাড়া রেলস্টেশনের সামনে রেলগেট এলাকায় অবরোধ করা হয়। এতে ঢাকা ও খুলনার সঙ্গে উত্তরবঙ্গের সব জেলার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়ে বেলা তিনটার দিকে শিক্ষার্থীরা রেলপথ ছেড়ে দেন। তখন জামতৈল রেলওয়ে স্টেশনে আটকে থাকা ঢাকা থেকে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে এসে পৌঁছায়। এর পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
দীর্ঘক্ষণ অবরোধের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দেয়। এতে কোনো ট্রেনই ঠিক সময়ে গন্তব্যে যেতে পারছে না। এ কারণে ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।
বেলা একটার দিকে উল্লাপাড়া রেলস্টেশনে সিল্কসিটি এক্সপ্রেসের জন্য অপেক্ষমাণ ঢাকাগামী যাত্রী আবদুস সামাদ (৬২) বলেন, ‘সকাল ৯টা থেকে ট্রেনের অপেক্ষা করছি। কিন্তু অবরোধের কারণে এখনো ট্রেন আসেনি। স্টেশনমাস্টার জানালেন, ঢাকাগামী ট্রেনটি লাহিড়ী মোহনপুর স্টেশনে প্রায় ৪ ঘণ্টা ধরে আটকে আছে।’
আবদুস সামাদের মতো শতাধিক যাত্রীকে রেলস্টেশনে অপেক্ষা করতে দেখা যায়। অনেকে দীর্ঘ সময় অপেক্ষার পর বিকল্পভাবে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। ওমরা পালনে সৌদি আরবে যাওয়ার বিমান ধরতে ঢাকায় যাওয়ার জন্য উল্লাপাড়া রেলস্টেশনে অপেক্ষা করছিলেন রমজান আলী ও শামীম রেজা নামের দুই যাত্রী। তাঁরা বলেন, শিক্ষার্থীরা কয়েক দিন ধরে মহাসড়ক অবরোধ করছেন। এ জন্য তাঁরা বাসের টিকিট বাতিল করে ট্রেনের টিকিট কাটেন। সকালে স্টেশনে এসে শোনেন, ছাত্ররা রেলপথ অবরোধ করেছেন। পরে টিকিটের টাকা ফেরত চাইলেও দেয়নি। এখন বাধ্য হয়ে বাস ভাড়া করে ঢাকায় যেতে হবে। কারণ, রাত ১০টায় তাঁদের ফ্লাইট।
শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা । বুধবার বেলা দুইটার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সারজিসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুমকি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে এনসিপির ধামরাই উপজেলা শাখা।
বুধবার (১৩ আগস্ট) ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এনসিপির ধামরাই উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুমকি দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল। জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ মন্তব্য ও সারজিস আলমের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আসাদুল ইসলাম মুকুল বলেছেন, সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতা যে হয়রানিমূলক মামলা করেছেন, অনতিবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। তা নাহলে বাংলাদেশের প্রতিটি কোণে আন্দোলন করবে এনসিপি।
আরো পড়ুন:
গাজীপুরে সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
এক বছরে যতটুকু পাওয়া সম্ভব ছিল, তাও পাইনি: সারজিস
তিনি আরো বলেন, তারা ১৭ বছরে তাদের দলের প্রধান নেতার বাড়ির সামনে থেকে বালির ট্রাক সরানোর ক্ষমতা রাখেনি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আন্দোলনে সংগঠিত হয়ে নতুন করে বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে তারাই আজ নাহিদ ইসলামকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির ধামরাই উপজেলার প্রধান সমন্বয়ক ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়ক খোদেজা খানম ও উজ্জ্বল হোসেন, উপজেলা কমিটির সদস্য অধ্যাপক সামিউর রহমান প্রমুখ।
ঢাকা/সাব্বির/রফিক