Risingbd:
2025-11-17@07:52:10 GMT

সায়মন টাফেল আসছেন তো?

Published: 13th, August 2025 GMT

সায়মন টাফেল আসছেন তো?

বেশ আয়োজন করে সাবেক এলিট আম্পায়ার সায়মন টাফেলকে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আম্পায়ারদের মানোন্নয়ন এবং যথার্থ গ্রেডেশন নির্ধারণে আইসিসির এলিট প্যানেলের সাবেক এই আম্পায়ারকে বোর্ডে যুক্ত করতে চাওয়া হয়। তিন বছরের জন্য এই পাইলট প্রজেস্ট গ্রহণ করা হয়েছিল।

গত ৩০ জুন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু, প্রায় দেড় মাস কেটে হলেও এখনো বোর্ডের সঙ্গে চুক্তি হয়নি সায়মনের। কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, তার সঙ্গে পারিশ্রমিক নিয়ে বনিবনা হচ্ছে না।বিশাল অঙ্ক পারিশ্রমিক চাওয়ায় বোর্ড দ্বিধায় পড়েছে। এদিকে চুক্তির আগেই সায়মনের নাম ঘোষণা করেও বিপাকে পড়েছে বিসিবি।

সায়মন টাফেল আসছেন তো? সরাসরি এই প্রশ্ন করা হয়েছিল, বিসিবির পরিচালক ও আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুকে। উত্তরে তিনি বলেছেন, ‘‘কোথায় শুনলেন সায়মন আসছেন না? এটা সম্পূর্ণ গুজব। আমাদের সঙ্গে তার কথা চলছে।’’

আরো পড়ুন:

‘টেস্ট ক্রিকেট দেশগুলোকে দেউলিয়ার দিকে ঠেলে দিচ্ছে’

নিয়ম ভেঙে বিপাকে করবিন বোশ, পেলেন শাস্তি

চুক্তি কেন করা হলো না? কবে করা হবে সেসব নিয়ে সদুত্তর তিনি অবশ্য দিতে পারেননি, ‘‘আমরা তার সঙ্গে চুক্তি শিগগিরিই করব। রিভিউ করা হচ্ছে তার চুক্তি।’’

জানা গেছে, সায়মন টাফেল তিন বছরের জন্য ৬ লাখ ৮৫ হাজার ডলার চেয়েছেন। যেখানে তার নিজের সম্মানী ২ লাখ ৭৫ হাজার ডলার। বাকি ৪ লাখ ১০ হাজার ডলার তার নিজের দলের। এছাড়া বাংলাদেশে আসা-যাওয়ার খরচ, আবাসন, খাওয়া, যাতায়াত সব বিসিবির বহন করতে হবে।

বাংলাদেশি টাকায় সায়মন প্রায় ৮ কোটি ৩৫ লাখ টাকার মতো চেয়েছেন। যা অতিরিক্ত মনে হচ্ছে ইফতেখার আহমেদের কাছেও, ‘‘তার পারিশ্রমিকের অঙ্কটা একটু বেশি। তবে আমরা এটা ডিসক্লোজ করব না এখনই। আমরা আলোচনা করছি। যদি আমাদের জন্য সাশ্রয়ের সুযোগ থাকে তাহলে কেন আমরা করব না।’’ 

তিন বছরের চুক্তিতে সায়মনকে চায় বিসিবি। লম্বা সময় ধরে আলোচনাই করছে দুই পক্ষ। প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে, ৫ বছর আইসিসি আম্পায়ার অব দ্য ইয়ারে ভূষিত অস্ট্রেলিয়ার সাবেক আম্পায়ার আসবেন তো?

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স য়মন ট ফ ল আম প য় র

এছাড়াও পড়ুন:

স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩

স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে এক মাস। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আগামী বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আবেদন শুরু হবে।

পদের নাম ও বিবরণ

১. সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৪

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা পানিসম্পদ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

গ্রেড: ৯

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৯

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।

গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

বয়সসীমা

১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

http://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ফি

আবেদন ফি ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা করে।

আবেদনকারী প্রার্থীর বয়স ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে

সম্পর্কিত নিবন্ধ