যশপ্রীত বুমরা সব ম্যাচ না খেলার পরও ইংল্যান্ডের মাটিতে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’ ড্র করে এসেছে ভারত। শুবমান গিলের দলের এমন সাফল্যের পেছনে বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজের অবদানই সবচেয়ে বেশি। সর্বোচ্চ ২৩ উইকেট নেওয়া পেসারই ওভালে শেষ টেস্টে ভারতকে ৬ রানে জেতাতে মূল ভূমিকা রেখেছেন।

ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন মনে করেন, সিরাজের এই সাফল্যের পেছনে অন্যতম কারণ নাল্লি গোশত বিরিয়ানি ও পায়া। হায়দরাবাদের এই বিখ্যাত খাবারটি সিরাজের বেশ পছন্দ, যা খাওয়ার কারণে তাঁর পায়ের পেশি মজবুত হয়েছে।

রোববার হায়দরাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের সাবেক উইকেটকিপার সৈয়দ কিরমানির আত্মজীবনী ‘স্টাম্পড’ উন্মোচন করেন সিরাজ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আজহারউদ্দিনও উপস্থিত ছিলেন। সিরাজ ও আজহারউদ্দিন দুজনই হায়দরাবাদের সন্তান।

অনুষ্ঠানের এক ফাঁকে আজহারউদ্দিন মিড-ডেকে দেওয়া সাক্ষাৎকারে সিরাজের ইংল্যান্ড সফরের পারফরম্যান্স নিয়ে কথা বলেন। সেখানে সিরিজ-সর্বোচ্চ ১৮৫.

৩ ওভার বল করা সিরাজের শক্তির পেছনে হায়দরাবাদি খাবারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সিরাজ অসাধারণ খেলেছে। নাল্লি গোশত বিরিয়ানি আর পায়ার জন্যই সে একটি শক্তিশালী শরীর, বিশেষ করে তার পায়ের পেশি তৈরি করতে পেরেছে। প্রচুর উদ্যম ও শক্তি দেখিয়েছে। সিরিজজুড়ে তার মধ্যে ভারতের জন্য ভালো কিছু করার ও পারফর্ম করার ক্ষুধা ছিল।’

অনুষ্ঠানে আজহারউদ্দিনের সঙ্গে দেখা মোহাম্মদ সিরাজের। মাঝে আজহারের ছেলে আসাদউদ্দিন

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আজহ রউদ দ ন হ য়দর ব দ অন ষ ঠ ন আজহ র

এছাড়াও পড়ুন:

বিটিভিতে আবার শোনা যাবে, ‘আমরা নতুন, আমরা কুঁড়ি...’

প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে নতুন কুঁড়ি। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেজে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্মৃতিকাতর হয়েছেন—কারও মনে পড়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্মৃতি, কারও মনে ভেসে উঠেছে শৈশবের প্রিয় অনুষ্ঠানটির দৃশ্য। ফেসবুকে অনেকে ছবিও শেয়ার করেছেন।
১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম প্রচারিত হয় ‘নতুন কুঁড়ি’। অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল কবি গোলাম মোস্তফার ‘কিশোর’ কবিতা থেকে। যার প্রথম ১৫ লাইন অনুষ্ঠানের সূচনাসংগীত হিসেবে ব্যবহৃত হতো।

স্বাধীনতার পর ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় আবার শুরু হয় ‘নতুন কুঁড়ি’। সে সময় বিটিভির অন্যতম আলোচিত এই অনুষ্ঠান হয়ে ওঠে শিশু-কিশোরদের স্বপ্নের মঞ্চ। নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণেরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুকসহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পান। ২০০৫ সাল পর্যন্ত চলে এ অনুষ্ঠান। পরে নানা কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বিটিভি। ২০২০ সালে অনুষ্ঠানটি আবার শুরু করার খবর শোনা গিয়েছিল। কিন্তু পরে বলা হয়, কোভিড মহামারির কারণে সেটা আর সম্ভব হয়নি।
তিন দশকে নতুন অনেক তারকার জন্ম দিয়েছে নতুন কুঁড়ি। অনেকে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সংগীতজগতে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। তাঁদের মধ্যে আছেন তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে। এ তালিকায় আছেন সামিনা চৌধুরীসহ অনেক জনপ্রিয় সংগীতশিল্পীও।

নতুন কুঁড়ির এ ছবিটি অভিনেত্রী শাওন ফেসবুকে শেয়ার করেছেন

সম্পর্কিত নিবন্ধ