রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক ব্লকেড, যান চলাচল বন্ধ
Published: 14th, August 2025 GMT
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ব্লকেড করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিাবর (১৪ আগষ্ট) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে দুই শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
দুপুর পৌনে ১টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো.
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেন আটকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
দাখিল ও আলিম পর্যায়ে চালু হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ
গতকাল বুধবার (১৩ আগস্ট) জেলার উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল ৬ ঘণ্টা বন্ধ ছিল। অবরোধের কারণে দুর্ভোগে পোহাতে হয় যাত্রীদের।
প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদন না হওয়ায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন।
গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেন শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ছয় মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে আবার আন্দোলন শুরু হয়।
ঢাকা/অদিত্য/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য নজট য নজট অবর ধ
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।