Risingbd:
2025-08-14@12:07:24 GMT

জায়েদ খানের টক শোতে অতিথি ইমন

Published: 14th, August 2025 GMT

জায়েদ খানের টক শোতে অতিথি ইমন

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’র আয়োজনে শুরু হয়েছে টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।

শোয়ের আগামী পর্বে অতিথি হিসেবে থাকছেন চিত্রনায়ক ইমন। পর্বটি প্রচারিত হবে আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায়, ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

নতুন আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, “ইমন এবার ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর অতিথি। ওর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। শিল্পী সমিতির নির্বাচন থেকে শুরু করে নানা দায়িত্ব পালনের সময় ওর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে। ছোট ভাইয়ের মতো স্নেহ করি ওকে। জীবনে অনেক ভালো সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছে ইমন। অনেক স্মৃতিবিজড়িত কথা আর মজার আড্ডা দিয়েছি আমরা— আপনারাও উপভোগ করবেন।”

শো নিয়ে আয়োজকদের ভাষ্য, দেশ ও প্রবাসের তারকাদের সাক্ষাৎকার, প্রবাসজীবনের চড়াই-উৎরাই ও সংগ্রামের গল্প, সামাজিক বাস্তবতার প্রতিফলন এবং নতুন প্রজন্মের চিন্তা ও উদ্ভাবনের ঝলক থাকবে শোতে। আড্ডা ও মানবিক কথোপকথনের মিশেলে এই আয়োজন দর্শকের মনে ছুঁয়ে যাবে বলে আশা আয়োজকদের।

বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। তবে শো-এর কাজের জন্য তিনি কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে যাচ্ছেন। অভিনেতা হিসেবে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’, যেখানে তার সহশিল্পী ছিলেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন ও পাপিয়া মাহি। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। 

ঢাকা/রাহাত//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দুদক সংস্কার আইন এক-দুই মাসের মধ্যে প্রণয়ন: আসিফ নজরুল

দুর্নীতি দমন (দুদক) সংস্কার কমিশনের প্রস্তাবিত আইন আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শে‌ষে সাংবা‌দিক‌দের এ কথা ব‌লেন তি‌নি।

আসিফ নজরুল বলেন, “দুদক সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছে। প্রস্তাবনাগুলো আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রণয়ন করা হবে।এ বিষয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি।”

আরো পড়ুন:

মুন্নী সাহা ও তার স্বামীকে সম্পদ বিবরণীর নো‌টিশ

সন্দেহজনক লেনদেন, জ‌য়ের বিরু‌দ্ধে মামলার সিদ্ধান্ত দুদ‌কের

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ