আগামী ২৮ আগস্ট নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৫-২৬) কার্যকরী কমিটির নির্বাচনে বিএনপি পন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী এড. সরকার হুমায়ূন কবির-সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান প্যানেলের পক্ষে আদালত পাড়ায় আইনজীবীরা প্রচারণা চালিয়ে পূর্ণ প্যানেলের জন্য ভোট প্রার্থনা করেছে।

বৃহস্পতিবার ( ১৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ বিএনপিপন্থী আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে হুমায়ূন- আনোয়ার পূর্ণ প্যানেলের পক্ষে জমজমাট প্রচারণা চালিয়ে প্যানেলের জন্য ভোট প্রার্থনা করেন তারা।

এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো আদালত পাড়া। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আহ্বায়ক ও  জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.

সাখাওয়াত হোসেন খান এড. সরকার হুমায়ুন কবীর ও এড. এইত এমন আনোয়ার প্রধানের পূর্ন প্যানেলের প্রচারণাকলে বকত্তব্যে বলেন, আমরা গণতন্ত্রের বিকাশ ঘটাতে চাই।

এবার সমিতির নির্বাচন সর্বজনীয় হবে। আমাদের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদেরকেও আমরা সহযোগিতা করবো, যেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে বার কলঙ্কমুক্ত হবে । এবং গত ১৫ বছর আইজীবীদের ভোটের ক্ষেত্রে যে বৈষম্য ছিল, হুমকি, নির্যাতন ও জুলুমের ভয় ছিলো সেখান থেকে মুক্ত রাখতে চাই।

তিনি আরও বলেন, এখানে যারা আইনজীবী আছে সবাই একত্রে সুন্দর পরিবেশে কাজ করবো। আমাদের বিপক্ষ মত থাকবে, সেই মতকে লালন করবো। এবং বিরোধী মত ও আমরা একত্রে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবো।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সভাপতি প্রার্থী এড. সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক প্রার্থী এড. এইচ এম আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, , লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক  এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হান।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আইনজ ব ব এনপ

এছাড়াও পড়ুন:

প্রাণনাশের আশঙ্কায় রাহুল গান্ধী, আদালতে অভিযোগ

ভারতীয় কংগ্রেসের সদস্য ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাণনাশের হুমকি পেয়েছেন জানিয়ে আদালতে অভিযোগ করেছেন। বিজেপির দুই সংসদ সদস্য তাকে ‘দাদির (ইন্দিরা গান্ধী) মতো পরিণতি’ হবে বলে হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির।

বুধবার (১৩ আগস্ট) পুনের একটি আদালতকে রাহুল জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলো উত্থাপন এবং ২০২২ সালের ভারত জোড়ো যাত্রা চলাকালে হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কে তার মন্তব্যের কারণে এই হুমকি এসেছে। 

মহারাষ্ট্রের নাসিকের এক আদালত গত ২৪ জুলাই হিন্দুত্ববাদী এ মতাদর্শীর বিরুদ্ধে মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানি মামলায় রাহুল গান্ধীকে জামিন দেন।

আরো পড়ুন:

ভারতকে এমন শিক্ষা দেব, কখনোই ভুলবে না: শাহবাজ শরিফ

কেবিসির মঞ্চে সোফিয়া-ব্যোমিকারা, শুরু বিতর্ক

মামলাটি দায়ের করেছিলেন নাসিকের বাসিন্দা ও এক অলাভজনক সংস্থার পরিচালক দেবেন্দ্র ভূটাডা। তিনি দাবি করেছেন, হিঙ্গোলিতে এক সংবাদ সম্মেলন ও যাত্রার সময় দেওয়া বক্তৃতায় রাহুল গান্ধী সাভারকরের সুনাম ক্ষুণ্ন করেছেন।

রাহুলের আইনজীবী মিলিন্দ পাওয়ার জানান, কংগ্রেস আদালতে আলাদা একটি আবেদন জমা দিয়েছে যাতে সাম্প্রতিক রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটকে বিচার প্রক্রিয়ায় একত্রে দেখা হয়।

তিনি বলেন, গত ১৫ দিন ধরে রাহুল গান্ধী ‘ভোট চুরির’ প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছেন।সংসদে হিন্দুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার বাদানুবাদ হয়েছে। এই সময়কালেই দুই বিজেপি সাংসদ রাহুলকে হুমকি দিয়েছেন। তার ভবিষ্যৎ ইন্দিরা গান্ধীর মতো হবে বলার পাশাপাশি রাহুলকে সবচেয়ে বড় সন্ত্রাসী বলে হুমকি দেওয়া হয়েছে।

আইনজীবীর অভিযোগ, যারা এই হুমকি দিয়েছেন তারা সাভারকরের অনুসারী এবং তাদের বংশপরিচয় ও রাজনৈতিক অবস্থান মিলিয়ে দেখলে রাহুল গান্ধীর ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি আদালতের কার্যবিবরণীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা জরুরি।

আদালত আবেদনটি গ্রহণ করেছে এবং পরবর্তী শুনানি আগামী ১০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • দুদকের নতুন আইনজীবী শাহদীন মালিক
  • রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান প্রশ্নে রুল শুনানিতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ
  • প্রাণনাশের আশঙ্কায় রাহুল গান্ধী, আদালতে অভিযোগ
  • হুমায়ূন-আনোয়ারের নেতৃত্বে বিএনপি’র পূর্ণ প্যানেল ঘোষণা
  • নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ৩ প্যানেলের মনোনয়নপত্র জমা 
  • নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ৩ প্যালেনের মনোনয়নপত্র জমা 
  • নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে জামায়াতপন্থীদের প্যানেল ঘোষণা 
  • নারায়ণগঞ্জ দায়রা আদালতের এডিশনাল পিপি হলেন এড. আজাদ
  • নড়াইলে বর্ষায় জমজমাট হয়ে উঠেছে যে হাট