৫৬ রানে গেল ৯ উইকেট, বড় হার নুরুলদের
Published: 14th, August 2025 GMT
২২৭ রান তাড়া করতে নেমে ৭ ওভারেই উঠেছে ১ উইকেট ৯২। জয়ের সম্ভাবনা প্রবলই।
কিন্তু অষ্টম ওভারের প্রথম বলে আরেকটি উইকেটের পতন ঘটতেই কী যেন ঘটে গেল। তাসের ঘরের মতো ভেঙে পড়ল পুরো ব্যাটিং লাইনআপ। ৭.১ ওভার থেকে ১৬.৫—পরের ১০ ওভারের মধ্যেই ৯ উইকেট হারিয়ে অলআউট ১৪৮ রানে।
আজ অস্ট্রেলিয়ার ডারউইনে পাকিস্তান শাহিনসের বিপক্ষে এমনই ব্যাটিং ধস হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের। টপ এন্ড টি-টোয়েন্টির প্রথম ম্যাচে সম্ভাবনা জাগিয়েও পাকিস্তানের কাছে নুরুল হাসানরা হেরেছেন ৭৯ রানের বড় ব্যবধানে।
টিআইও স্টেডিয়ামের ম্যাচটিতে রান তাড়ায় নামা বাংলাদেশ ‘এ’ প্রথম ওভারে মোহাম্মদ নাঈমের উইকেট হারালেও জিশান আলম ও সাইফ হাসানের ব্যাটে চড়ে ভালো শুরু করে। পাওয়ার প্লে শেষে বাংলাদেশ ‘এ’ দলের রান হয় ১ উইকেটে ৭৪, ৭ ওভার শেষে ৯২। আগে ব্যাট করা পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) রান ৭ ওভার শেষে এর চেয়ে ১৪ রান কম ছিল।
বাংলাদেশের ধসের শুরুটা হয় অষ্টম ওভারের প্রথম বলে। বাঁহাতি স্পিনার মাজ সাদাকাতের প্রথম বলেই ক্যাচ দিয়ে আউট হন জিশান। সাইফের সঙ্গে ৮৬ রানের জুটিতে সঙ্গ দেওয়া জিশান ১৭ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কায় করে যান ৩৩ রান। তাঁর সঙ্গী সাইফ অবশ্য টিকেছেন আর ১২তম ওভার পর্যন্ত। মোহাম্মদ ওয়াসিমের বলে ইরফানের ক্যাচ হওয়ার আগে তিনি খেলেন ৩২ বলে ৫৭ রানের ইনিংস। সাইফের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।
জিশান ও সাইফ বাদে বাংলাদেশের পরের দিকের ব্যাটসম্যানদের কেউ আর হাল ধরতে পারেননি। আসা-যাওয়ার মধ্যে ছিলেন আফিফ হোসেন (৬), মাহিদুল ইসলাম (৬), মাহফুজুর রহমান (৩), মৃত্যুঞ্জয় চৌধুরীরা (২)। অধিনায়ক নুরুল হাসান কিছুক্ষণ একপ্রান্তে টিকে ছিলেন, তবে তাঁর ইনিংসটাও থেমে গেছে ১৬ বলে ২২ রানে। শেষ পর্যন্ত ১৬.
এর আগে পাকিস্তান শাহিনস দুই শর বেশি রানের সংগ্রহ গড়ে প্রথম তিন ব্যাটসম্যানের ফিফটিতে চড়ে। দুই ওপেনার খাজা নাফি ৩১ বলে ৬১ এবং ইয়াসির খান ৪০ বলে ৬২ রান করেন। ১১৮ রানের উদ্বোধনী জুটির পর পাকিস্তানের রান বড় সংগ্রহের দিকে নিয়ে যান তিনে নামা আবদুল সামাদ। ৫ ছক্কা আর ১ চারে ২৭ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি।
বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে একটি করে উইকেট নেন হাসান মাহমুদ, মাহফুজুর রহমান ও রাকিবুল হাসান।
বাংলাদেশ ‘এ’ দল পরের ম্যাচ খেলবে ১৬ আগস্ট নেপাল জাতীয় দলের বিপক্ষে। সেমিফাইনালের আগে মোট ৬টি ম্যাচ খেলবেন নুরুলরা।
পাকিস্তান শাহিনস: ২০ ওভারে ২২৭/৪ (ইয়াসির খান ৬২, খাজা নাফি ৬১, আবদুল সামাদ ৫৬*; হাসান মাহমুদ ১/৩৪, মাহফুজুর রহমান ১/৩৯)।
বাংলাদেশ এ দল: ১৬.৫ ওভারে ১৪৮ (সাইফ হাসান ৫৭, জিশান ৩৩, নুরুল ২২; সাদ মাসুদ ৩/৩০, মোহাম্মদ ওয়াসিম ২/২৪)।
ফল: পাকিস্তান শাহিনস ৭৯ রানে জয়ী।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় মাদক কারবারে বাধা দেওয়ায় মা–ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লায় মাদক কারবার বন্ধের চেষ্টা করায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আজ সোমবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বসন্তপুর গ্রামের প্রয়াত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) এবং তাঁর ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পর থেকে অভিযুক্ত বিল্লাল হোসেন (৪০) পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিল্লাল হোসেন একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। আজ সকালে বিল্লাল হোসেন তাঁর বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করেন। তখন ছোট ভাই কামাল তাঁকে মাদক নিয়ে বাড়ির ভেতরে ঢুকতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে বিল্লাল তাঁর ঘরে ঢুকে ছুরি নিয়ে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় মা রাহেলা বেগম বাধা দিতে গেলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই কামাল নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মা রাহেলা বেগমও মারা যান।
আজ বেলা একটার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুজনের মরদেহ উদ্ধার করার কার্যক্রম চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে জানা গেছে, ছোট ভাই মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাঁদের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়েও দীর্ঘদিনের বিরোধ আছে। এই ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। থানায় মামলা করার প্রস্তুতি চলছে। পাশাপাশি বিল্লাল হোসেনকে আটক করার চেষ্টা চলছে।