কুমিল্লা নগরের শুভপুর ও শহরতলির চানপুর এলাকায় জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। একটু বৃষ্টি হলেই বসতবাড়িতে পানি ঢুকে পড়ে। পানি নামার খাল-নালাগুলো অনেকটা বন্ধ হয়ে থাকায় জলাবদ্ধতা রূপ নিয়েছে দীর্ঘদিনের ভোগান্তিতে। এই জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে কুমিল্লা মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’।

আজ বৃহস্পতিবার বিএনপি ও বিবেকের যৌথ উদ্যোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে নগরের শুভপুর ও সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চানপুর এলাকায় নালা ও খাল পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা এ কর্মসূচির উদ্যোক্তা। উদ্বোধনের সময় আমিন-উর-রশিদ ও ইউসুফ মোল্লাসহ বিএনপির নেতারা কোমরসমান ময়লা পানিতে নেমে খাল পরিষ্কারে অংশ নেন। এ সময় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মী ও বিবেকের স্বেচ্ছাসেবীরা এতে অংশ নেন।

আজ সকালে প্রথমে শুভপুর এলাকার নালা পরিষ্কার কার্যক্রম উদ্বোধনের পর চানপুর পুলের মাথা থেকে ইন্দুপাড়া খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু হয়।

স্থানীয় লোকজন জানান, খাল দখল ও দীর্ঘদিন ধরে খনন না করায় কুমিল্লা নগরের ৬ নম্বর ওয়ার্ডের শুভপুর ও পাঁচথুবী ইউনিয়নের চানপুর এলাকাবাসী বছরের বেশির ভাগ সময় জলাবদ্ধতায় ভোগেন। এসব এলাকায় একদিন বৃষ্টি হলে সপ্তাহ শেষেও পানি নামে না। এমন দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ছিল। এমন সময় বিএনপি ও বিবেকের এই উদ্যোগে খুশি এলাকাবাসী।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ষ ক র র ব এনপ র এল ক

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ