দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী ও তার কোলে থাকা শিশু সন্তানের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিরামপুর পৌর শহরে সোনালী ব্যাংক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রাব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (২৭) ও তার দুই মাস বয়সী ছেলে রিয়াদ কাইফ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোলাম রাব্বানী মোটরসাইকেলে করে তার স্ত্রী ও দুই মাসের শিশু সন্তানকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাদেরকে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলেই কোহিনুর ও রিয়াদের মৃত্যু হয়। আহত গোলাম রাব্বানীকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানিয়েছেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।

ঢাকা/মোসলেম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ