ভারতের স্বাধীনতা দিবসের দিনে আজ শুক্রবার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জাতীয় সড়কের ফাগুপুর এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১০ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহত ব্যক্তিদের ভর্তি বর্ধমান মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বাসে করে ৪০ জন পুণ্যার্থী পশ্চিমবঙ্গ থেকে বিহার রাজ্যে যাচ্ছিলেন। পুণ্যার্থীদের সবাই বিহারের বাসিন্দা। তাঁরা সেই রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসেছিলেন।

হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ বলেছেন, দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তাঁদের হাসপাতালে আনার পথেই মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন চার–পাঁচজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাসে ৪০ জন পুণ্যার্থী ছিলেন। তাঁরা সবাই বিহারের বাসিন্দা। তাঁরা পশ্চিমবঙ্গের গঙ্গা সাগরে এসেছিলেন। সেখানে ধর্মীয় আচার–অনুষ্ঠান সেরে বিহারের দুর্গাপুরের উদ্দেশ্যে বাসে করে রওনা হয়েছিলেন।

বর্ধমানের কাছে জাতীয় সড়কের ফাগুপুর এলাকার সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানা হায়নি। তবে স্থানীয় মানুষজন মনে করছে, ড্রাইভার হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ