আত্মীয়ের মরদেহ নিয়ে ফেরার পথে লাশ হলেন ইসমাইল
Published: 15th, August 2025 GMT
গোপালগঞ্জের মুকসুদপুরে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় ইসমাইল হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।
শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামের রহমান হাওলাদারের ছেলে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মো.
আরো পড়ুন:
সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতার ছেলে নিহত
স্বাধীনতা দিবসের সকালে পশ্চিমবঙ্গের সড়কে ঝরল ১০ প্রাণ
তিনি বলেন, ‘‘ইসমাইল হাওলাদারসহ আরো কয়েকজন অ্যাম্বুলেন্সযোগে এক আত্মীয়ের মরদেহ নিয়ে চট্টগ্রাম থেকে পিরোজপুরে যাচ্ছিলেন। পথে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ইসমাইল হাওলাদার মারা যান।’’
ঢাকা/বাদল/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বন্দর উপজেলা বিএনপি'র দোয়া
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা বিএনপি'র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১৫ আগস্ট) বাদ মাগরিব লাঙ্গলবন্দ বাজার সংলগ্ন বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং একই সাথে ‘৭১ এর মুক্তিযুেদ্ধ জীবনদানকারী শহীদগণ, ‘৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ লিটনের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, মদনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. শাহজাহান, যুগ্ম সম্পাদক মো. বাবুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খান্দকার, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সজিবসহ পাঁচটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।