আত্মীয়ের মরদেহ নিয়ে ফেরার পথে লাশ হলেন ইসমাইল
Published: 15th, August 2025 GMT
গোপালগঞ্জের মুকসুদপুরে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় ইসমাইল হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।
শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামের রহমান হাওলাদারের ছেলে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মো.
আরো পড়ুন:
সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতার ছেলে নিহত
স্বাধীনতা দিবসের সকালে পশ্চিমবঙ্গের সড়কে ঝরল ১০ প্রাণ
তিনি বলেন, ‘‘ইসমাইল হাওলাদারসহ আরো কয়েকজন অ্যাম্বুলেন্সযোগে এক আত্মীয়ের মরদেহ নিয়ে চট্টগ্রাম থেকে পিরোজপুরে যাচ্ছিলেন। পথে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ইসমাইল হাওলাদার মারা যান।’’
ঢাকা/বাদল/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ