মেসি-রোনালদোকেও ছাড়িয়ে গেলেন সন, গড়লেন নতুন রেকর্ড
Published: 15th, August 2025 GMT
মেজর লিগ সকারে পা রাখতেই যেন সারা বিশ্ব মাতিয়ে তুলেছেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন। লস এঞ্জেলেস এফসির নতুন সদস্য হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই তিনি ভেঙে ফেলেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের রেকর্ড।
ক্লাবের সহ-সভাপতি ও জেনারেল ম্যানেজার জন থরিংটনের ভাষায়, সনের নাম্বার ৭ জার্সি এখন শুধু এমএলএস নয়, পুরো বিশ্বের সব খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সি। এমনকি লেব্রন জেমস বা স্টিফেন ক্যারির মতো বিশ্বখ্যাত বাস্কেটবল তারকারাও তার এই বিক্রির স্রোতের পেছনে পড়ে গেছেন।
গত ৭ আগস্ট টটেনহাম হটস্পার থেকে ১৯.
আরো পড়ুন:
চোট কাটিয়ে ফেরার পথে মেসি, মায়ামি ভক্তদের আশার আলো
নেই মেসি, হারল মায়ামি
ক্লাবের অফিসিয়াল স্টোরে সনের ৭ নম্বর জার্সির দাম ধরা হয়েছে ১৯৫ ডলার। বিক্রির হার এতটাই বেশি যে ডেলিভারিতেও দেখা দিয়েছে বিলম্ব। মাঠে পা রাখার আগেই সমর্থকদের হৃদয় জিতে নেওয়ার এই সাফল্য সনের ক্যারিয়ারে যেন নতুন এক অধ্যায় রচনা করল।
এ পর্যন্ত ঠিক কতো লাখ বিক্রি হয়েছে সেটা নির্দিষ্ট করে না জানালেও কেউ কেউ ধারণা করছেন এক সপ্তাহেই সংখ্যাটা ৫ লক্ষাধিক। যেখানে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথম মাসে ৫ লাখ জার্সি বিক্রি হয়েছিল।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আট গোলের থ্রিলারে হার মেসির মায়ামির
শেষ বাঁশি বাজার পর ড্রেসিং রুমের পথে হাঁটা ধরলেন লিওনেল মেসি। বেশ দ্রুততার সঙ্গে গটগট করে হেঁটে চলে গেলেন ড্রেসিংরুমে। চোখেমুখে হতাশা স্পষ্ট। ফেরার পথে কারও সঙ্গে হাত মেলানো কিংবা শুভেচ্ছা বিনিময়ও করেননি। টানা দ্বিতীয় ম্যাচে গোল না পাওয়ায় কি মনটা ভালো ছিল না? সেটা হতেও পারে আবার নাও পারে। তবে দলের হারে যে মন ভার ছিল সেটা স্পষ্ট। মেসি মাঠে থাকতেও আট গোলের থ্রিলারে শেষ পর্যন্ত হেরেছে তাঁর দল ইন্টার মায়ামি।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মায়ামিকে ৫-৩ গোলে হারিয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে শিকাগো ফায়ার। এই হারে টানা দ্বিতীয় এমএলএস সাপোটার্স শিল্ড জয়ের সুযোগ সম্ভবত হারাল মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়ন নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই ৬৬ পয়েন্ট নিয়ে সাপোটার্স শিল্ড জিতবে। ৩২ ম্যাচে ফিলাডেলফিয়ার সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ মায়ামি নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেও ৬৫ এর বেশি পয়েন্ট হবে না।
সুয়ারেজ জোড়া গোল করলেও দলকে জেতাতে পারেননি