১৭ থেকে ২৪ আগস্ট কানাডার উইনিপেগে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশের ৩ আর্চার। যদিও ৯ খেলোয়াড়ের নাম নিবন্ধন করেছিল আর্চারি ফেডারেশন। সঙ্গে দুই কোচ মার্টিন ফ্রেডরিখ ও নূরে আলম।

শেষ পর্যন্ত তিনজনের রিকার্ভ পুরুষ দল আজ রাত ৯টা ২০ মিনিটে কানাডার বিমান ধরেছে। দলে আছেন আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রাকিব মিয়া। সঙ্গে কোচ ফ্রেডরিখ।

কানাডার টিকিট না পাওয়ায় অন্যদের পাঠানো যায়নি, সে জন্যই নয়জনের দল তিনে নামিয়ে আনা হয়েছে। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রথম আলোকে এমনটাই বলেছেন, ‘হ্যাঁ, দল ছোট করেছি, অনেক ব্যয়বহুলও। তার চেয়ে বড় কথা, কানাডার টিকিটের অনেক ক্রাইসিস ছিল। অনেক কষ্টে চারটা জোগাড় করেছি।’

এবারের দলে থাকা তিন আর্চারের মধ্যে আলিফ ও সাগর দুজনের কেউই আগে ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নেননি। আর সে কারণেই ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপটাকে বিশেষ কিছুই মনে হচ্ছে সাগর-আলিফের কাছে।

আরও পড়ুনকরতেন পাখি শিকার, এখন তিনি ‘এশিয়া সেরা’ তিরন্দাজ২৩ জুন ২০২৫

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাগর বলেন, ‘এটা আমার প্রথম আসর বলে একটু অন্য রকম অনুভূতি হচ্ছে। চেষ্টা থাকবে ভালো কিছু করার। যদিও এটা কঠিন টুর্নামেন্ট। তারপরও অনুশীলনে আগের চেয়ে স্কোরে উন্নতি হওয়ায় আমি আশাবাদী।’

এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে গত জুনে সোনা জিতেছেন আলিফ। সেই উচ্ছ্বাস নিয়েই ১৯ বছর বয়সী আর্চার বলেন, ‘কদিন আগে সোনা জিতলাম। আসলে সব টুর্নামেন্টেই সোনা জেতার লক্ষ্য থাকে।’

২০২১ সালে পোল্যান্ডে এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডে হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেননি বাংলাদেশের কোনো আর্চার। তার আগে ২০১৯ সালে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন ৮ জন আর্চার—হাকিম আহমেদ, ইতি খাতুন, সাকিব মোল্লা, তামিমুল ইসলাম, দিয়া সিদ্দিকী, প্রদীপ্ত চাকমা, মেহনাজ আক্তার ও ঐশ্বর্য রহমান।

আরও পড়ুনরোমান-দিয়ারা কেন দেশ ছেড়ে যান০৪ জানুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর চ র

এছাড়াও পড়ুন:

গতির প্রতিযোগিতায় নেমে পিকআপে ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল নিয়ে গতির প্রতিযোগিতা করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণ হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের সিয়াম হোসেন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ