রৌদ্রছায়া প্রকাশ বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন প্রিন্স
Published: 16th, August 2025 GMT
প্রকাশনা সংস্থা রৌদ্রছায়া প্রকাশ। “জোছনা ছুয়ে যায়” কাব্যগ্রন্থের লেখক এ এস এম এনামুল হক প্রিন্স “রৌদ্রছায়া প্রকাশ বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫” পেলেন। “জোছনা ছুয়ে যায়” কাব্যগ্রন্থটি অমর একুশে বইমেলায় এ বছর প্রকাশ হয়েছে।
শনিবার বিকাল চারটায় নারায়ণগঞ্জ চাষাড়াস্থ প্রকাশনা সংস্থার কার্যালয়ে কাব্যগ্রন্থের লেখক এ এস এম এনামুল হক প্রিন্সের হাতে ক্রেস্ট, সনদপত্র, পাঠ আলোচনার লেখা আনুষ্ঠানিকভাবে তুলে দেন প্রতিষ্ঠানের কর্ণধার আহমেদ রউফ, রনজিৎ মোদক, মাহামুদুল হাসান।
রূপান্তর লিবিং লিমিটেড চেয়ারম্যান মাহামুদুল হাসানের সভাপতিত্বে “জোছনা ছুয়ে যায়” কাব্যগ্রন্থের পাঠ আলোচনা করেন কবি ও সাহিত্যিক বদরুল আলম, রনজিৎ মোদক, বিপুল বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম চৌধুরী, আকাশ আহমেদ, সৈদয় মঞ্জুরুল মোর্শেদ, আল আশরাফ বিন্দু, আব্বাস হোসাইন আফতাব, জেসমিন আক্তার প্রমুখ। সঞ্চলনায় ছিলেন সাদ্দাম মোহাম্মদ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ প রক শ
এছাড়াও পড়ুন:
স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩
স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে এক মাস। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আগামী বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আবেদন শুরু হবে।
পদের নাম ও বিবরণ১. সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৪৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা পানিসম্পদ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. উপসহকারী প্রকৌশলীপদসংখ্যা: ৪৯
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বয়সসীমা১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়মhttp://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ফিআবেদন ফি ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা করে।
আবেদনকারী প্রার্থীর বয়স ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে