চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট থেকে নাট্যজন ইকবাল হায়দারকে অব্যাহতি, নতুন পরিচালক নিয়োগ
Published: 17th, August 2025 GMT
চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) পরিচালক পদ থেকে একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। নাট্যনির্দেশক ও অভিনেতা আহমেদ ইকবাল হায়দারের পরিবর্তে নাট্যকার ও লেখক ওসমান গণি চৌধুরীকে (অভীক ওসমান) অস্থায়ী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রোববার এ–সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
চট্টগ্রাম নগরের কে সি দে সড়কে ২০০৭ সালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম প্রতিষ্ঠা করে চট্টগ্রাম সিটি করপোরেশন। ওই সময় থেকে পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন তির্যক নাট্যদলের প্রধান আহমেদ ইকবাল হায়দার। টিআইসিতে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান, সভা, সেমিনার অনুষ্ঠিত হয়।
টিআইসির পরিচালকের পদ থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। তিনি প্রথম আলোকে বলেন, নাটকের প্রয়োজনেই থিয়েটার ইনস্টিটিউট গড়ে তোলার সঙ্গে যুক্ত ছিলেন। সিটি করপোরেশন প্রতিষ্ঠার সময় থেকে পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। নিয়োগের শর্ত অনুযায়ী সিটি করপোরেশন যেকোনো মুহূর্তে চুক্তি বাতিল করতে পারে।
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর চ ল
এছাড়াও পড়ুন:
তিনটি নগ্ন দৃশ্যের একটি বাদ গেল, নির্মাতা বললেন...
বহুল প্রশংসিত ‘তিতলি’র পর ‘আগ্রা’ বানিয়েছেন কানু বেহল। ছবিটি আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রশংসিতও হয়েছে। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতের প্রেক্ষাগৃহে। সিনেমাটিতে রয়েছে বেশ কয়েকটি অন্তরঙ্গ ও নগ্ন দৃশ্য। সম্প্রতি সার্টিফিকেশন বোর্ডের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন কানু।
বলিউড হাঙ্গামাকে নির্মাতা কানু বেহল জানান, তাঁর ‘আগ্রা’ ছবিতে সেন্সরের কাঁচি পড়েছে। একটি নগ্ন দৃশ্যসহ কিছু গালাগালের সংলাপ বাদ দেওয়া হয়েছে; এরপর ছবিটি পেয়েছে ‘এ’ বা প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফিকেট
কানু বেহলের ভাষ্য, ‘আমার অভিজ্ঞতায় সেন্সরের কাছ থেকে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া পাইনি। উল্টো তারা খুবই সহযোগিতা করেছে। তারা ছবিটা পছন্দ করেছে। পরিবর্তনগুলোও করেছি আমি নিজেই। তারা শুধু তিনটি শট কাটতে বলেছিল। বলেছিল, ‘‘আমরা ছবিটা পছন্দ করেছি, কাটতে চাই না; কিন্তু আজকের দিনে এ সার্টিফিকেট পেলেও নগ্নতা ও অশ্লীল ভাষা রাখা যায় না।”’
‘আগ্রা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি