রূপগঞ্জে বিআরটিসির সেবায় অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
Published: 17th, August 2025 GMT
রূপড়ঞ্জে বিআরটিসি বাস সেবায় চরম অনিয়ম, নারী শিক্ষার্থী ও যাত্রীদের হয়রানি, এবং প্রতিশ্রুত সেবা না দেওয়ার অভিযোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় কাঞ্চন ব্রীজ এলাকায় ‘সাধারণ শিক্ষার্থী ও নিরাপদ সড়ক আন্দোলন’-এর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, কুড়িল থেকে গাউসিয়া রাস্তায় চলাচলকারী ইজঞঈ বাসগুলোতে নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ, যাত্রীদের সাথে দুর্ব্যবহার ও অতিরিক্ত ভাড়া আদায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, এর আগে ৩ আগস্ট ২০২৫ তারিখে এসব অনিয়মের প্রতিবাদে ইজঞঈ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হলেও ১৪ কর্মদিবস পার হয়ে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
প্রধান দাবিসমূহের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন , নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও ভাড়া প্রভাবিত করা বন্ধ , অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ।
বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রাকিবুল ইসলাম হিমেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত শাওন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপার্থী মাহিম চৌধুরী শুভ, সাধারণ শিক্ষার্থী জুবায়ের ইসলাম তুলন ও ইফতেখার ভূইয়া রিদ্বীনসহ আরো অনেকে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।