ঘাটের দুই প্রান্তে অবস্থান করছেন জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তাঁদের সঙ্গে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবকেরা। প্রস্তুত রয়েছে ডুবুরি দল। ৪টি নৌকায় সর্বোচ্চ ২০ থেকে ৩০ জন করে পারাপার করা হচ্ছে যাত্রীদের। প্রতিটি নৌকায় রাখা হয়েছে লাইফ জ্যাকেট। যাত্রী ও মাঝিদের সতর্কতার সঙ্গে পারাপারের জন্য পুলিশের পক্ষ থেকে বারবার ঘোষণা করা হচ্ছে মাইকে।

আজ রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়ার ঘাটে এমন চিত্র দেখা গেছে।

করতোয়া নদীর এই ঘাট পেরিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ত্রিস্রোতা মহাপীঠধাম শ্রীশ্রী বোদেশ্বরী শক্তিপীঠ মন্দির। আজ সকাল থেকে দেবী দুর্গার আবাহন উপলক্ষে সেখানে মাতৃপূজা, শ্রী শিবপূজা, শ্রী বিষ্ণুপূজা ও চণ্ডিপাঠের মাধ্যমে মহালয়া পালিত হচ্ছে। ভক্ত-পুণ্যার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে মন্দির চত্বর। আশপাশে বসেছে নানা ধরনের দোকানপাট।

২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মহালয়ার দিনে করতোয়া নদীর এই ঘাটে নৌকাডুবির মর্মান্তিক ঘটনা ঘটে। সেদিন শতাধিক যাত্রী নিয়ে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা ঘাট থেকে কিছু দূর যাওয়ার পর ডুবে যায়। ওই ঘটনায় ৭১ জনের মৃত্যু হয়। এখনো নিখোঁজ রয়েছেন সরেন্দ্র নাথ বর্মণ (৬৩) নামের এক ব্যক্তি। সেই ঘটনার পর থেকে প্রতিবছর মহালয়া ঘিরে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

ঘাটে রাখা লাইফ জ্যাকেট.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মেয়েদের ফিটনেসের অবস্থা ভালো নয়, তাই শুরু হয়ে গেল অনুশীলন

ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে জাতীয় নারী ফুটবল দল ও অনূর্ধ্ব–২০ নারী দল। আজ শুরু হয়েছে তাদের প্রস্তুতি, অনুশীলনের দায়িত্বে যথারীতি কোচ পিটার বাটলার।

ভুটানে লিগ খেলতে যাওয়ায় আজকের অনুশীলনে ছিলেন না ৯ ফুটবলার—ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মনিকা চাকমা, শিউলি আজিম, মারিয়া মান্দা, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, নিলুফা ইয়াসমিন ও রুপনা চাকমা। প্রথম দিনের অনুশীলনে অংশ নিয়েছেন ৩৪ নারী ফুটবলার।

দীর্ঘ ছুটির পর কোচ বাটলার গত বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। একই দিনে বাফুফে ভবনের ক্যাম্পে যোগ দিয়েছেন নারী জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের মেয়েরা। বাফুফের পরিকল্পনা অনুযায়ী, এবার ক্যাম্প ঢাকার বাইরে হতে পারে। এ জন্য দুটি জেলাকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল—চট্টগ্রাম ও যশোর।

আরও পড়ুনচীন ও উত্তর কোরিয়াকে পেয়ে ঋতুপর্ণা বললেন ‘আমরা হাল ছাড়ব না’২৯ জুলাই ২০২৫

শেষ পর্যন্ত চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডকেই ক্যাম্পের জন্য পছন্দ করেছে বাফুফে। কোচ বাটলার নিজেই জায়গাটা পরিদর্শন করে চূড়ান্ত সম্মতি দিলে, মেয়েরা ঢাকা থেকে সেখানে চলে যাবেন। যত দূর জানা গেছে, বাটলার আগামী মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন। সেখানকার সুযোগ-সুবিধা সম্পর্কে নিশ্চিত হয়ে তিনি ‘হ্যাঁ’ বললেই পুরো দল চলে যাবে চট্টগ্রামে। তার আগপর্যন্ত বাফুফের টার্ফেই চলবে অনুশীলন।

ঢাকার বাইরে হতে পারে মেয়েদের ক্যাম্প

সম্পর্কিত নিবন্ধ