নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
Published: 22nd, September 2025 GMT
মাদারীপুরের শিবচরে নিজ ঘর থেকে রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রেনু বেগম ওই গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী।
আরো পড়ুন:
নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল কলেজছাত্রের লাশ
নেত্রকোণায় সেতুর নিচে মিলল ষাটোর্ধ্ব বৃদ্ধের লাশ
স্থানীয় সূত্র জানায়, সকালে ফোনে একাধিকবার চেষ্টা করেও রেনু বেগমের কোনো সাড়া না পেয়ে তার মেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, বিছানার ওপড় রেনু বেগমের নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/বেলাল/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র
এছাড়াও পড়ুন:
রান্নায় তেল ব্যবহার কমানোর ৭টি উপায়
সাধারণ খাবার, যেমন ভাত–রুটির মতো বিভিন্ন শর্করা এবং মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, বাদাম, বীজের মতো প্রোটিন থেকেই দৈনিক চাহিদার অনেকটুকু তেল পাই আমরা। ফলে রান্নায় অতিরিক্ত তেল ব্যবহার করার খুব বেশি দরকার আর থাকে না।
একটি পরিবারে পাঁচ সদস্য থাকলে দৈনিক রান্নায় ভোজ্যতেলের প্রয়োজন হবে ২০–২৫ মিলিলিটার। তার মানে চাইলে এমন পরিবারে মাসে এক লিটারের কম তেল (৭৫০ মিলিলিটারের মতো) ব্যবহার করা যায়।
১ গ্রাম তেল বা চর্বি থেকে ৯ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। অধিক তেল-চর্বি খাওয়া মানে অধিক ক্যালরি। এ ছাড়া উচ্চতাপ দিয়ে রান্না ভোজ্যতেল শরীরের জন্য ক্ষতিকর।
কীভাবে তেল ব্যবহার কমানো যায়১. ননস্টিক পাত্র বা ফ্রাইপ্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে, ঢাকনা ব্যবহার করে সহজেই রান্না করা যায়। এ ছাড়া আজকাল রোস্টিং প্যান বা এয়ার ফ্রায়ারও ব্যবহার করা হয় কম তেলে রান্নার জন্য।
২. অনেক খাবার তেল দিয়ে কষিয়ে অথবা ডুবোতেলে না ভেজে তেল ছাড়া বা খুব সামান্য তেল ব্যবহার করে বেক করে নেওয়া যায়। প্রয়োজনে মাছ-মাংস ও সবজি সেদ্ধ বা ভাপিয়ে নিয়ে তারপর পছন্দ অনুযায়ী উপকরণ মিশিয়ে বেক করে নিলে তেলের ব্যবহার সীমিত করা যায়।
আরও পড়ুননারায়ণগঞ্জের এই বাড়ি স্থাপত্যের মর্যাদাপূর্ণ পুরস্কারে স্বর্ণপদক জিতেছে২০ সেপ্টেম্বর ২০২৫৩. বোতল থেকে সরাসরি রান্নার পাত্রে তেল না ঢেলে দিয়ে চামচ দিয়ে মেপে নিন। এতে দৈনিক হিসাব রাখা সহজ হবে।
৪. খাবার রান্না করার সময় যেসব মসলা সচরাচর ব্যবহার করা হয়, সেসব তেলের বদলে একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিয়েও তেলের ব্যবহার কমানো যায়।
বোতল থেকে সরাসরি রান্নার পাত্রে তেল না ঢেলে দিয়ে চামচ দিয়ে মেপে নিন