ব্যালন ডি’অর জিতে যে চক্রপূরণ করে জিদান–রোনালদিনিওর পাশে দেম্বেলে
Published: 25th, September 2025 GMT
গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবারের ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। ব্যক্তিগত সাফল্যের সর্বোচ্চ স্বীকৃতিসূচক এ ট্রফি জেতার মধ্য দিয়ে একটি চক্রও পূরণ করলেন ফরাসি তারকা। চ্যাম্পিয়নস লিগ, বিশ্বকাপ এবং ব্যালন ডি’অরজয়ী তারকাদের ‘অভিজাত’ ক্লাবে এখন দেম্বেলে।
দেম্বেলের অর্জনের ঝুলিতে সর্বপ্রথম যোগ হয় বিশ্বকাপ শিরোপা। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ জেতে ফ্রান্স। সেই বিশ্বকাপে অবশ্য খুব বেশি সময় খেলার সুযোগ পাননি দেম্বেলে।
ফ্রান্সের ৭ ম্যাচের ৪টিতে খেলেন। এই চার ম্যাচে সব মিলিয়ে মাঠে ছিলেন ১৬৫ মিনিট। অর্থাৎ গড়ে এই চার ম্যাচে মাত্র ৪১ মিনিট করে মাঠে ছিলেন। সেমিফাইনাল ও ফাইনালে পুরো সময়টাই তাঁর কেটেছে বেঞ্চে।
আরও পড়ুনব্যালন ডি’অর জয়ে মেসির আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলল ফ্রান্স২৩ সেপ্টেম্বর ২০২৫বিশ্বকাপ জয়ের পর চ্যাম্পিয়নস লিগ জিততে দেম্বেলের সময় লেগেছে ৭ বছর। বিশ্বকাপের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ে তাঁর ভূমিকা অতটা নিষ্ক্রিয় ছিল না। বরং বলা ভালো, দারুণ খেলেন পিএসজির হয়ে। ফরাসি ক্লাবটির হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে ৮ গোল করার পাশাপাশি ৬ গোল করান দেম্বেলে। ইউরোপসেরার এ ট্রফি তাঁর ব্যালন ডি’অর জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
দেম্বেলের আগে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডি’অর জেতা সর্বশেষ ফুটবলার মেসি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ ব শ বক প
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।