জাতিসংঘে সত্যি ঘটনা তুলে ধরবো: নেতানিয়াহু
Published: 25th, September 2025 GMT
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফর শুরু করার আগে দেওয়া এক বিবৃতিতে তিনি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর নিন্দা করেছেন। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “জাতিসংঘের সাধারণ পরিষদে, আমি আমাদের সত্য কথা বলবো- ইসরায়েলের নাগরিকদের সত্য, ইসরায়েলের সৈন্যদের সত্য, আমাদের জাতির সত্য।”
আরো পড়ুন:
বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৮৫
হামাসকে অস্ত্র সমর্পণ করতে বললেন আব্বাস
নেতানিয়াহু আরো বলেন, “জাতিসংঘে আমি সেই নেতাদের নিন্দা করব যারা- খুনি, ধর্ষক এবং শিশুদের পুড়িয়ে মারার (হামাসের) নিন্দা করার পরিবর্তে- ইসরায়েলের হৃদয়ে একটি রাষ্ট্র (ফিলিস্তিন) প্রতিষ্ঠা করতে চান। এটি ঘটবে না।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “আমি তার (ট্রাম্পের) সঙ্গে আমাদের সামরিক অভিযান যে দুর্দান্ত সুযোগ এনে দিয়েছে তা নিয়ে আলোচনা করব। সেইসঙ্গে যুদ্ধের লক্ষ্যগুলো পূরণ করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করব- আমাদের সব জিম্মিদের ফিরিয়ে আনা, হামাসকে পরাজিত করা এবং আমাদের জন্য উন্মুক্ত শান্তির বৃত্ত প্রসারিত করা।”
এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও আজ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে জানা গেছে। তবে তিনি মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আওতায় থাকায় ভিডিওর মাধ্যমে নিজ বক্তব্য রাখবেন।
আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য আব্বাস ও তার জ্যেষ্ঠ সহযোগীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার পদক্ষেপ খুবই অস্বাভাবিক ঘটনা। তবে, সাধারণ পরিষদে আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব সংস্থায় ভাষণ দেওয়ার অনুমতি দেওয়ার পক্ষে ভোট দেওয়া হয়েছে।
‘জাতীয় নিরাপত্তা উদ্বেগ’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে, যার মধ্যে আব্বাসও রয়েছেন।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। জাতিসংঘ দাবি করেছে যে, এটি হোস্ট কান্ট্রি চুক্তি লঙ্ঘন করে, যার অধীনে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সরকার প্রধানদের বার্ষিক সভা ও কূটনৈতিক কাজের জন্য নিউইয়র্কে ভ্রমণের অনুমতি দিতে বাধ্য।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল র জন য আম দ র
এছাড়াও পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।
তবে, কয়েক মাস ধরে ধারাবাহিক পতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার ৭০০ পয়েন্টের ঘরে নেমেছে।
আরো পড়ুন:
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
ডিএসইতে সূচকের উত্থান, সিএসইতে পতন
আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। সোমবার সকালে ডিএসইএক্স সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে, লেনদেন শুরুর ২০ মিনিট পর থেকে সূচকের উত্থান দেখা যায়। লেনদেন শেষ হওয়া পর্যন্ত তা অব্যাহত ছিল।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪২.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৭৪ পয়েন্টে।
এদিন ডিএসই শরিয়াহ সূচক ১৫.২৯ পয়েন্ট বেড়ে ১০০০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩২২টি কোম্পানির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত আছে ১৬টির।
এদিন ডিএসইতে মোট ৩৪৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৮.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ২৮৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪১.৬৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৬৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ৫.১১ পয়েন্ট কমে ৮৪৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৬.৮৭ পয়েন্ট কমে ১২ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৫৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০০টি কোম্পানির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত আছে ১১টির।
সিএসইতে ১৪ কোটি৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক