জাতিসংঘে সত্যি ঘটনা তুলে ধরবো: নেতানিয়াহু
Published: 25th, September 2025 GMT
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফর শুরু করার আগে দেওয়া এক বিবৃতিতে তিনি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর নিন্দা করেছেন। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “জাতিসংঘের সাধারণ পরিষদে, আমি আমাদের সত্য কথা বলবো- ইসরায়েলের নাগরিকদের সত্য, ইসরায়েলের সৈন্যদের সত্য, আমাদের জাতির সত্য।”
আরো পড়ুন:
বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৮৫
হামাসকে অস্ত্র সমর্পণ করতে বললেন আব্বাস
নেতানিয়াহু আরো বলেন, “জাতিসংঘে আমি সেই নেতাদের নিন্দা করব যারা- খুনি, ধর্ষক এবং শিশুদের পুড়িয়ে মারার (হামাসের) নিন্দা করার পরিবর্তে- ইসরায়েলের হৃদয়ে একটি রাষ্ট্র (ফিলিস্তিন) প্রতিষ্ঠা করতে চান। এটি ঘটবে না।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “আমি তার (ট্রাম্পের) সঙ্গে আমাদের সামরিক অভিযান যে দুর্দান্ত সুযোগ এনে দিয়েছে তা নিয়ে আলোচনা করব। সেইসঙ্গে যুদ্ধের লক্ষ্যগুলো পূরণ করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করব- আমাদের সব জিম্মিদের ফিরিয়ে আনা, হামাসকে পরাজিত করা এবং আমাদের জন্য উন্মুক্ত শান্তির বৃত্ত প্রসারিত করা।”
এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও আজ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে জানা গেছে। তবে তিনি মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আওতায় থাকায় ভিডিওর মাধ্যমে নিজ বক্তব্য রাখবেন।
আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য আব্বাস ও তার জ্যেষ্ঠ সহযোগীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার পদক্ষেপ খুবই অস্বাভাবিক ঘটনা। তবে, সাধারণ পরিষদে আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব সংস্থায় ভাষণ দেওয়ার অনুমতি দেওয়ার পক্ষে ভোট দেওয়া হয়েছে।
‘জাতীয় নিরাপত্তা উদ্বেগ’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে, যার মধ্যে আব্বাসও রয়েছেন।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। জাতিসংঘ দাবি করেছে যে, এটি হোস্ট কান্ট্রি চুক্তি লঙ্ঘন করে, যার অধীনে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সরকার প্রধানদের বার্ষিক সভা ও কূটনৈতিক কাজের জন্য নিউইয়র্কে ভ্রমণের অনুমতি দিতে বাধ্য।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল র জন য আম দ র
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ