ট্রাম্প কি ইউক্রেন ও ন্যাটোর দিকে হেলে পড়েছেন, তাঁর কথাকে কতটা গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা
Published: 25th, September 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধে রাশিয়ার কাছে ইউক্রেন যেসব অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সহায়তায় তারা সেগুলো ফিরে পেতে পারে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলছে। গত মঙ্গলবার অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে তাঁর অবস্থানের ইঙ্গিত দিয়ে দীর্ঘ পোস্ট দেন তিনি। যে পোস্টে রাশিয়ার বিরুদ্ধে এবং ইউক্রেন ও ন্যাটোর পক্ষে তাঁর অবস্থানের ইঙ্গিত মেলে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের এ নাটকীয় সুর বদলের কারণ, তাঁর বর্তমান অবস্থান এবং আগে তাঁর অবস্থান কী ছিল, তা বিশ্লেষণ করেছে আল-জাজিরা।
ইউক্রেন নিয়ে এ সপ্তাহে ট্রাম্প কী বলেছেনজেলেনস্কির সঙ্গে মঙ্গলবারের বৈঠকের পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমার মনে হয়, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ইউক্রেন এ লড়াই চালিয়ে নিতে পারবে এবং আগে ইউক্রেনের (ভূখণ্ডের) আকার যেমন ছিল, তার পুরোটার দখল আবার ফিরে পাবে।’
ট্রাম্প তাঁর পোস্টে ন্যাটোর বিষয়েও কথা বলেছেন। অতীতে নানা সময়ে তিনি ন্যাটোর তীব্র সমালোচনা করেছেন। সেদিন ট্রাম্প লেখেন, ‘সময়, ধৈর্য এবং ইউরোপের অর্থনৈতিক সহায়তা, বিশেষ করে ন্যাটোর সমর্থন নিয়ে ইউক্রেন এই যুদ্ধ যে সীমান্ত থেকে শুরু করেছিল, তাদের সেখানে ফিরে যেতে পারা খুবই বাস্তব একটি বিকল্প।’
একটি সত্যিকারের সামরিক শক্তি এ (ইউক্রেন) যুদ্ধ জিততে এক সপ্তাহের কম সময় নিত।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টট্রাম্প তাঁর পোস্টে রাশিয়ার সমালোচনাও করেছেন। তিনি বলেছেন, রাশিয়া লক্ষ্যহীনভাবে এ লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের দেখে ‘কাগুজে বাঘ’ মনে হচ্ছে। কাগুজে বাঘ বলতে এমন ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, যা দেখতে ভয়ংকর মনে হলেও আদতে তেমন কোনো হুমকি তৈরি করতে পারে না।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। মস্কো এ আক্রমণকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে বর্ণনা করেছিল।
ট্রাম্প বলেন, একটি ‘সত্যিকারের সামরিক শক্তি’ এ যুদ্ধ জিততে এক সপ্তাহের কম সময় নিত।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘ইউক্রেন তাদের দেশকে মূল আকারে ফেরত নিতে সক্ষম হবে। কে জানে, হয়তো ওই সীমানা ছাড়িয়েও যেতে পারে। পুতিন ও রাশিয়া বড় অর্থনৈতিক সমস্যায় রয়েছে, আর সময় এখন ইউক্রেনের ব্যবস্থা গ্রহণের।’
ট্রাম্প তাঁর পোস্ট শেষ করেন এভাবে, ‘যেকোনো পরিস্থিতিতে, আমি উভয় দেশের শুভকামনা করি। আমরা ন্যাটোকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখব, ন্যাটো সে অস্ত্র দিয়ে কী করবে, সেটা তাদের বিষয়। সবার জন্য শুভকামনা!’
এ বছর ফেব্রুয়ারিতে এভাবেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউক র ন র অবস থ ন বল ছ ন
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।