আলোচিত সেই গিনেস পরিবারের কেলেঙ্কারি এবার পর্দায়
Published: 26th, September 2025 GMT
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নাম কে না জানে! বিখ্যাত এই গিনেস বুকে নাম ওঠানো অনেকের কাছেই স্বপ্ন। তবে এই গিনেস আসলে একজন বিখ্যাত ব্যক্তির পদবি, তাঁর পুরো নাম আর্থার গিনেস। যাঁর হাত ধরে শুরু হয়েছিল গিনেস নামের বিখ্যাত এক বিয়ার ব্যান্ড। আয়ারল্যান্ডের ডাবলিনে সেই সময় বসবাসকারী এই গিনেস পরিবারের কাহিনিও কম রোমাঞ্চকর নয়। এই পরিবারের রয়েছে প্রজন্ম ধরে চলে আসা ক্ষমতার দ্বন্দ্ব, যা প্রভাব রেখেছে আয়ারল্যান্ডের রাজনৈতিক-সামাজিক ইতিহাসেও। আলোচিত গিনেস পরিবারের সংগ্রাম, সাফল্য আর দ্বন্দ্বকে ঘিরে তৈরি হয়েছে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘হাউস অব গিনেস’; আট পর্বের সিরিজটি মুক্তি পেয়েছে গতকাল রাতেই! সিরিজটি পরিচালনা করেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’, ‘এসএএস রৌগ হিরোস’ নির্মাতা স্টিভেন নাইট।
‘হাউস অব গিনেস’ কেবল একটি পরিবার বা একটি ব্র্যান্ডের গল্প নয়, বরং আয়ারল্যান্ডের ইতিহাস, সমাজ ও রাজনীতির প্রতিচ্ছবি। বাস্তব ইতিহাসের সঙ্গে কল্পনার মিশেলে নির্মিত এই সিরিজ গিনেস সাম্রাজ্যের উত্থান-পতনকে নতুনভাবে তুলে ধরেছে।অ্যান্থনি বয়েল, লুয়ি পারট্রেজ, এমিলি ফেয়ার্ন, ফিয়ন ও’শে ও জেমস নর্টন অভিনীত এই সিরিজে দেখানো হয়েছে কীভাবে পিতার উইল তাঁদের জীবনকে প্রভাবিত করেছিল। সেই সময়ের রাজনীতি ও ব্যক্তিগত সিদ্ধান্তগুলো কীভাবে তাঁদের ভবিষ্যৎকে গড়ে তুলেছিল। নাইটের কাজ যাঁরা দেখেছেন, তাঁরা জানেন, বাস্তব আর কল্পনাকে মিশিয়ে গল্প বলায় তাঁর জুড়ি নেই। তবে ‘হাউস অব গিনেস’–এর গল্প কতটা সত্যি?
সিরিজের পটভূমি
গিনেস পরিবারের শিকড় খুঁজে পাওয়া যায় আর্থার গিনেসের (জন্ম ১৭২৫) হাতে, যিনি প্রথম তৈরি করেছিলেন বিখ্যাত গাঢ় স্টাউট বিয়ার। আজও প্রতিদিন বিশ্বজুড়ে ১ কোটির বেশি গ্লাস বিক্রি হয় এই পানীয়র। সিরিজটি শুরু হয়েছে ১৮৬৮ সালে, প্রতিষ্ঠাতার নাতি বেঞ্জামিন গিনেসের মৃত্যুর পর থেকে। চার সন্তানকে রেখে মারা যান তিনি। তখনই শুরু হয় উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব—বিশাল সম্পত্তি ও দায়িত্ব একসঙ্গে কাঁধে নিতে হয় তরুণ উত্তরাধিকারীদের।
কতটা সত্য
সিরিজটি এগিয়েছে গিনেস ভাইবোনকে কেন্দ্র করে—আর্থার, এডওয়ার্ড, অ্যান ও বেনজামিন। সিরিজের মতো বাস্তবেও গিনেস পরিবারে চার ভাই–বোনই ছিলেন। গিনেসের বড় ছেলে আর্থার আশা করেছিলেন পুরো বিয়ার তৈরি করার কারখানা তিনিই পাবেন, কিন্তু তাঁর বাবার উইল অনুযায়ী তাঁকে ছোট ভাই এডওয়ার্ডের সঙ্গে তা ভাগাভাগি করতে হয়। রাজনৈতিক বাস্তবতাও এই সিরিজে উঠে এসেছে। যেমন ফেনিয়ান নামে আইরিশ বিপ্লবীরা সত্যিই গিনেস ব্যবসার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ন স পর ব র র এই স র জ স র জট র জন ত আর থ র
এছাড়াও পড়ুন:
স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩
স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে এক মাস। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আগামী বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আবেদন শুরু হবে।
পদের নাম ও বিবরণ১. সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৪৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা পানিসম্পদ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. উপসহকারী প্রকৌশলীপদসংখ্যা: ৪৯
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বয়সসীমা১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়মhttp://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ফিআবেদন ফি ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা করে।
আবেদনকারী প্রার্থীর বয়স ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে