কলকাতায় দামের কারণে আমদানি বন্ধ বাংলাদেশি ইলিশ
Published: 26th, September 2025 GMT
চড়া দামের কারণে বাংলাদেশি ইলিশ কিনতে পারছেন না ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাসিন্দারা। তাই শুরু না হতেই বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি। এক হাজার ২০০টন আমদানির অনুমতি থাকলেও ১০দিনে ভারতে পৌঁছেছে মাত্র ৮০টন ইলিশ। ব্যবসায়ীদের আশঙ্কা বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত আমদানির মেয়াদ শেষ হওয়ার আগে ৫০০টন ইলিশও বাংলাদেশ থেকে পৌছাবে না ভারতের মাটিতে।
উৎসব উপলক্ষে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্ত মতো ১৬ সেপ্টেম্বর থেকে ইলিশ রপ্তানি শুরু হয়েছিল ভারতে। তবে ইলিশ পৌঁছালেও অন্যান্য বছরগুলোর মত চলতি বছর ইলিশ নিয়ে মাতামাতি একেবারেই লক্ষ্য করা যায়নি পশ্চিমবঙ্গে। কম সরবরাহ ও চড়া দামের কারণে সীমান্তের ওপার থেকে আসা সুস্বাদু ইলিশে কার্যত প্রত্যাখ্যান করেছে কলকাতার মধ্যবিত্ত বাঙালি। স্বাভাবিকভাবেই চাহিদা তলানিতে থাকায় বাংলাদেশ থেকে ইলিশ আমদানি বন্ধ করে দিয়েছে ভারতের আমদানিকারকরা। ২১ সেপ্টেম্বরের পর থেকে বাংলাদেশ থেকে ইলিশের কোনো চালান ভারতে আসেনি।
বিক্রেতাদের দাবি, বিকল্প গুজরাট ও মিয়ানমারের সস্তার ইলিশের সামনে কার্যত হার মেনেছে পদ্মার সুস্বাদু ইলিশ। বিক্রেতারা গড়িয়াহাট, লেক, মানিকতলা এবং শহরের অন্যান্য বাজারে খুচরা বিক্রির জন্য গুজরাট এবং মিয়ানমার থেকে ইলিশের দিকে ঝুঁকছেন। স্বাদে খুব বেশি পার্থক্য নেই কিন্তু দামের ফারাক প্রায় এক হাজার রুপির! স্বাভাবিকভাবেই চড়া দামের কারণে কলকাতার গড় মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে চলে গেছে পদ্মার ইলিশ।
মজার বিষয় হল বাংলাদেশীশি রপ্তানিকারকরা ভারতে যে দামে ইলিশ রপ্তানির আদেশ পেয়েছিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে সেই তুলনায় ইলিশের দর অনেকটা বেশি। ফলে লোকসান করেও ভারতে ইলিশ পাঠাতেও চাইছে না বাংলাদেশি রপ্তানিকারকরা। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি দর নির্ধারণ করেছে প্রতি কেজি ১২ দশমিক ৫ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৫২৫ টাকা। রপ্তানি জন্য মাছ প্যাকেটিং ও বেনাপোল পর্যন্ত পরিবহন খরচ যুক্ত করলে কেজিতে ১০০ থেকে ১৩০ টাকা বেড়ে যায়। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারেই মাছের দাম ২৫০০/ ২৬০০ টাকা কেজি! ফলে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো রপ্তানির সনদ নিলেও লোকসান করে ইলিশ রপ্তানিতে আগ্রহী নয়।
শুক্রবার কলকাতার হাওড়ার পাইকারি বাজারে গুজরাটের ইলিশ ওজন ভেদে বিক্রি হয়েছে ৩০০/৬০০ রুপির মধ্যে। খুচরা বাজারে দাম ছিল ৮০০/১২০০রুপির মধ্যেই। হাওড়ার কদমতলা বাজারের ব্যবসায়ী সুনীল বেজ, দেবেশ মন্ডল বলেন, “অল্পস্বল্প কিছু বাংলাদেশের ইলিশ এসেছিল কিন্তু বাজার একেবারেই ভালো নেই। বিক্রি করছি সেটা স্থানীয় মাছ। চাহিদা আছে কিন্তু দামের জন্য সমস্যা হয়ে গিয়েছে।”
কুন্টিঘাট মাছ বাজারের ব্যবসায়ী স্বপন মালো বলেন, “গুজরাটের মাছের দাম কম লাভ বেশি। কিন্তু বাংলাদেশের ইলিশের দাম বেশি কিন্তু লাভ নেই। ডিমওয়ালা গুজরাটি ইলিশ ৩০০/৪০০ রুপিতে পাওয়া যাচ্ছে। কোয়ালিটি ভালো না হলেও বাজারের চাহিদা অনুযায়ী দাম রেখে বিক্রি করা যাচ্ছে। ওপারের ইলিশের মান ভালো কিন্তু দাম এত বেশি পাইকারি বাজারেই আসছে না।”
ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ রীতিমত হতাশা প্রকাশ করে বলেন, “৮০ টনেরও কম ইলিশ বাজারে এসেছে, আমরা আশা করেছিলাম অন্তত ৪০০ থেকে ৫০০ টন ইলিশ এবার আনতে পারব। হাওড়ার পাইকারি বাজারে গড়ে ১৯০০-২০০০ টাকা/কেজিতে বিক্রি হয়েছে এবং খুচরা বাজারে ২২০০-২৫০০ টাকা/কেজিতে বিক্রি হচ্ছে। কিন্তু দাম বেশি থাকার কারণে চাহিদা একেবারেই তলানিতে। তাছাড়া বাংলাদেশের স্থানীয় বাজারে ইলিশের দাম অনেক বেশি তাই ওরাও মাছ পাঠাতে খুব বেশি আগ্রহী নয়। ২১ সেপ্টেম্বরের পর থেকে বাংলাদেশ থেকে ইলিশের কোনো চালান আসেনি।”
এ সময় তিনি বাংলাদেশ সীমান্ত থেকে রপ্তানির জন্য তৈরি থাকা ইলিশ বোঝাই ট্রাক ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে ভারত থেকে তৃতীয় দেশে ইলিশ পাচার হচ্ছে এমন অভিযোগ কে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেন।
সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করে, ভারতের কম দামে ইলিশ রপ্তানি করা হচ্ছে তার অন্যতম কারণ ভারত থেকে তৃতীয় দেশে উচ্চ মূল্যে ইলিশ পাচার করা হচ্ছে।
সুচরিতা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কলক ত র আমদ ন
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ