২১ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচে প্ররোচনামূলক অঙ্গভঙ্গির দায়ে অভিযুক্ত পাকিস্তানের দুই ক্রিকেটার হারিস রউফ আর সাহিবজাদা ফারহান আজ শুনানিতে অংশ নিয়েছেন। দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে যুক্তি তুলে ধরেন ওপেনার ফারহান।

আর হারিস রউফকে বিমান ভূপাতিতের অঙ্গভঙ্গি ও ৬–০ ইশারা দেখানো নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি পাল্টা জিজ্ঞাসা করেন—‘আপনারা এতে কী বুঝেছেন?’ ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রের বরাতে এ খবর দিয়েছে।

এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের রউফ বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় গ্যালারি থেকে ‘কোহলি কোহলি’ চিৎকারের মুখে পড়েন। এরপর রউফকে হাত দিয়ে বিমান ভূপাতিতের ভঙ্গি করতে দেখা যায়। আবার হাতের আঙুল ব্যবহার করে ৬ এবং শূন্য দেখান তিনি।

সেদিন বোলিংয়ের সময় ভারতের ওপেনার অভিষেক শর্মার ওপর ক্ষুব্ধ হয়ে আঙুল তুলতেও দেখা যায় রউফকে। এর আগে পাকিস্তানের ব্যাটিংয়ের সময় ফিফটি পূর্ণ হওয়ার পর ফারহান ব্যাটকে বন্দুকের মতো করে ধরে গুলি ছোড়ার ভঙ্গিতে উদ্‌যাপন করেন।

ফিফটির পর এভাবেই উদ্‌যাপন করেছিলেন সাহিবজাদা ফারহান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ রহ ন

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ