স্বপ্নের ফানুস উড়িয়ে শুরু হয়েছিল বাংলাদেশের এশিয়া কাপ। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরেও প্রথম ম্যাচে জয় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের পথে রেখেছিল তাদের, যেটি টিকে ছিল পরশু পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচ পর্যন্তও।

কিন্তু দুবাইয়ে চরম ব্যাটিং–ব্যর্থতার কারণে পাকিস্তানের ১৩৫ রানও টপকানো যায়নি। এশিয়া কাপ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ দল এখন আমিরাতেই আফগানিস্তান সিরিজ খেলার অপেক্ষায়। তার আগে দেখা যাক, জয়–পরাজয় ছাড়া এবারের এশিয়া কাপ আর কী বাস্তবতা সামনে নিয়ে এসেছে বাংলাদেশের—

কবে আলো ছড়াবেন তাঁরা

বাংলাদেশ দলের সবচেয়ে স্বস্তির জায়গা ছিল পারভেজ হোসেন ও তানজিদ হাসানের উদ্বোধনী জুটি। অথচ পুরো টুর্নামেন্টে তাঁরা জুটি বেঁধে ইনিংস উদ্বোধন করতে পেরেছেন মাত্র দুবার। সুযোগ পেয়ে সাইফ হাসানের ভালো করে ফেলা তার একটা কারণ ঠিকই, কিন্তু পারভেজ-তানজিদের ব্যর্থতাও ছিল চোখে পড়ার মতো।

শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা, ভারতের যশপ্রীত বুমরা, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিদের সামনে পারভেজ হোসেন ছিলেন রীতিমতো অসহায়। শুধু যে রান করতে পারেননি, তা–ই নয়; ওপেনার হয়েও পেসারদের বল যেন তিনি চোখেই দেখেননি! তাঁর অসহায় চাহনি ডাগআউটে বসে থাকা ব্যাটসম্যানদের মনেও হয়তো আতঙ্ক ছড়িয়েছে।

একটি ইনিংসেই ফিফটি করতে পেরেছেন তানজিদ হাসান, গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা

ছবি: দীপু মালাকার

সম্পর্কিত নিবন্ধ