ব্যালন ডি’অরের মঞ্চে উঠতে পারলেন না রাফিনিয়া। ভোটাভুটিতে পঞ্চম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বার্সেলোনার এই ব্রাজিলিয়ান তারকাকে। এতটা পিছিয়ে পড়ায় তখনই অনেকের ভুরু কুঁচকেছিল। গতকাল ফ্রান্স ফুটবল ভোটের বিস্তারিত প্রকাশ করার পর রাফিনিয়াকে নিয়ে সেই বিস্ময় আরও বেড়ে গেল।

গত মৌসুমে গোলের হিসাবে সবার ওপরে ছিলেন রাফিনিয়া। ৬৪ ম্যাচে করেছেন ৩৯ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৫ গোল। মানে—প্রতি ম্যাচে গড়ে একটা গোল বা গোলে সহযোগিতা ছিল তাঁর। তবু আশ্চর্যের বিষয় হলো, প্রথম পছন্দ হিসেবে একজনও তাঁকে ভোট দেননি।

ফ্রান্স ফুটবলের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, ১৩৮০ পয়েন্ট নিয়ে ব্যালন ডি’অর জিতেছেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। তাঁর চেয়ে ৭৬০ পয়েন্ট পিছিয়ে (৬২০) রাফিনিয়া। অথচ লা লিগা, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপ—বার্সার হয়ে তিনটি শিরোপাই জিতেছেন তিনি।

ব্যালন ডি’অরের ভোটাভুটির নিয়মটা জানলে বিষয়টা পরিষ্কার হবে। ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেন। প্রত্যেকে শীর্ষ ১০ খেলোয়াড় বেছে দেন। প্রত্যেক সাংবাদিকের প্রথম পছন্দ পান ১৫ পয়েন্ট, দ্বিতীয় ১২, তৃতীয় ১০—এরপর ক্রমানুসারে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট। সব ভোট যোগ করে যিনি সর্বোচ্চ পয়েন্ট পান, তিনিই ব্যালন ডি’অর জেতেন।

প্রথম আলো গ্রাফিকস.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ