দুর্গাপূজায় শিমু দে’র একক গান ‘ভুবন মোহিনী মাগো’
Published: 27th, September 2025 GMT
দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হলো রবীন্দ্রসংগীতশিল্পী শিমু দে’র একক গান ‘ভুবন মোহিনী মাগো’। গানটি প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।
শিক্ষক ও সংগীতজ্ঞ হিমাদ্রী শেখরের কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন শিল্পী নিজেই। উল্লেখ্য, ব্যক্তিজীবনে স্বামী-স্ত্রী এই শিল্পী দম্পতি। হিমাদ্রী শেখর শান্ত-মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সংগীত বিভাগের শিক্ষক। অন্যদিকে, সংগীতে স্নাতকোত্তর শিমু দে বাংলাদেশ বেতারে সংগীত প্রযোজক হিসেবে কর্মরত।
প্রথমবার নিজেই সংগীত আয়োজন করার অভিজ্ঞতা জানিয়ে শিমু দে বলেন, “জীবনের প্রথম নিজেই সংগীত আয়োজনের চেষ্টা করেছি। পূজার আগে মাতৃবন্দনা আপনাদের কাছে তুলে ধরলাম। এই আয়োজনটি যদি আপনাদের ভালো লাগে, তবেই আমার সার্থকতা।”
নিজের কথা ও সুর নিয়ে হিমাদ্রী শেখর জানান, “পূজা এলেই নতুন কিছু করার ইচ্ছে জাগে। প্রতিবছর শিমুর একটি করে গান দেওয়ার চেষ্টা করি। তবে এবারের গান দিতে একটু দেরি হলো। অনেকদিন ধরেই বাসায় ছোট্ট একটি স্টুডিও সেটআপ করার ইচ্ছা ছিল। অবশেষে সেটি করার পর ভাবলাম, এবার কিছু ভিন্ন হোক। সেই ভাবনা থেকেই গানটি লেখা ও সুর করা।”
শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হিমাদ্রী-শিমু দম্পতি জানান, পূজার এই সংগীত আয়োজন সবার ভালো লাগবে বলে তারা আশাবাদী।
ঢাকা/রাহাত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী সন্তানকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া বিশ্বাস।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি বাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় ঘটানাটি ঘটে।
আরো পড়ুন:
খুলনায় গলাকেটে বাবাকে হত্যার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে
শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি
রিয়া বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, হরিচাদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাস কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন। গতকাল সন্ধ্যার পর তিনি তার ১০ দিন বয়সী কন্যাকে নিয়ে বাড়ি থেকে বের হন। বর্নি মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে নিজের সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন রিয়া। এসময় এলাকার কয়েকজন লোক তাকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করেন। তাদের কাছে মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানান রিয়া।
তিনি আরো জানান, পুলিশে ঘটনাস্থলে গিয়ে বাওড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঢাকা/বাদল/মাসুদ