বাংলাদেশ ২:২ ভারত (টাইব্রেকারে ভারত ৪–১ ব্যবধানে জয়ী)

শেষ বাঁশির ঠিক আগমুহূর্তে ভারতের জালে বল জড়িয়েই উল্লাসে মেতে ওঠেন ইহসান হাবিব। ২–১ গোলে এগিয়ে থাকা ভারতের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে!

স্কোরলাইন ২–২ করে বাংলাদেশ নতুন করে আশায় বুক বাঁধে। কিন্তু আজ কলম্বোয় সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের ফাইনালে শেষ পর্যন্ত টাইব্রেকারে বাংলাদেশ হেরে গেছে ৪–১ ব্যবধানে।  

গত বছরও সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। শুধু সাফ অনূর্ধ্ব–১৭ নয়, বয়সভিত্তিক সাফে টানা চতুর্থবার ভারতের কাছে ফাইনালে হারল বাংলাদেশ। সর্বশেষ হার, ভারতের অরুণাচলে গত মে মাসে সাফ অনূর্ধ্ব–১৯ সাফের ফাইনালে টাইব্রেকারে। পরপর দুটি বয়সভিত্তিক সাফের ফাইনালে হার বাংলাদেশের জন্য হতাশারই।

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে আজ অনূর্ধ্ব–১৭ সাফের ফাইনালের চতুর্থ মিনিটেই গোল খেয়েছে বাংলাদেশ। বক্সের ভেতর থেকে দারুণ শটে ১–০ করেন ভারতের দালামুয়োন গাত্তি। গোল খেয়ে কিছুটা গুছিয়ে ওঠে বাংলাদেশ। ২৫ মিনিটে নাজমুলের কর্নার থেকে হেডে বাংলাদেশকে সমতায় ফেরান মোহাম্মদ মানিক।

ভারতের বিপক্ষে পিছিয়ে থাকার পর শেষ মুহূর্তের গোলে ম্যাচ টাইব্রেকারে নেয় বাংলাদেশ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ফ অন র ধ ব র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩

স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে এক মাস। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আগামী বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আবেদন শুরু হবে।

পদের নাম ও বিবরণ

১. সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৪

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা পানিসম্পদ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

গ্রেড: ৯

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৯

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।

গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

বয়সসীমা

১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

http://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ফি

আবেদন ফি ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা করে।

আবেদনকারী প্রার্থীর বয়স ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে

সম্পর্কিত নিবন্ধ