আবারও টাইব্রেকারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
Published: 27th, September 2025 GMT
বাংলাদেশ ২:২ ভারত (টাইব্রেকারে ভারত ৪–১ ব্যবধানে জয়ী)
শেষ বাঁশির ঠিক আগমুহূর্তে ভারতের জালে বল জড়িয়েই উল্লাসে মেতে ওঠেন ইহসান হাবিব। ২–১ গোলে এগিয়ে থাকা ভারতের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে!
স্কোরলাইন ২–২ করে বাংলাদেশ নতুন করে আশায় বুক বাঁধে। কিন্তু আজ কলম্বোয় সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের ফাইনালে শেষ পর্যন্ত টাইব্রেকারে বাংলাদেশ হেরে গেছে ৪–১ ব্যবধানে।
গত বছরও সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। শুধু সাফ অনূর্ধ্ব–১৭ নয়, বয়সভিত্তিক সাফে টানা চতুর্থবার ভারতের কাছে ফাইনালে হারল বাংলাদেশ। সর্বশেষ হার, ভারতের অরুণাচলে গত মে মাসে সাফ অনূর্ধ্ব–১৯ সাফের ফাইনালে টাইব্রেকারে। পরপর দুটি বয়সভিত্তিক সাফের ফাইনালে হার বাংলাদেশের জন্য হতাশারই।
কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে আজ অনূর্ধ্ব–১৭ সাফের ফাইনালের চতুর্থ মিনিটেই গোল খেয়েছে বাংলাদেশ। বক্সের ভেতর থেকে দারুণ শটে ১–০ করেন ভারতের দালামুয়োন গাত্তি। গোল খেয়ে কিছুটা গুছিয়ে ওঠে বাংলাদেশ। ২৫ মিনিটে নাজমুলের কর্নার থেকে হেডে বাংলাদেশকে সমতায় ফেরান মোহাম্মদ মানিক।
ভারতের বিপক্ষে পিছিয়ে থাকার পর শেষ মুহূর্তের গোলে ম্যাচ টাইব্রেকারে নেয় বাংলাদেশ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ফ অন র ধ ব র ফ ইন ল
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে