স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, ১৪৪ ধারা বহাল
Published: 28th, September 2025 GMT
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এ কারণে জেলার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই অর্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়। এর আগে গতকাল শনিবার একদিনের অবরোধ কর্মসূচি পালন করে স্থানীয়রা।
তবে, গতকালকের অবরোধকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। এরপর খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এর পর থেকে পরিস্থিতি এখনো থমথমে রয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। জেলা শহরসহ আশপাশের এলাকায় নিরাপত্তা আরো জোরদার করতে সেনাবাহিনীর টহলের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।”
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন শয়ন শীলকে আটক করে পুলিশ। তবে বাকি দুজনকে আটক করার দাবিতে এই অবরোধ কর্মসূচি পালিত হয়।
এদিকে, অবরোধের কারণে সাজেকে আটকেপড়া পর্যটকদের রাতেই খাগড়াছড়িতে নিয়ে আসা হয়।
ঢাকা/রূপায়ন/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র দ ষ টক ল র অবর ধ র ঘটন
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।