নীলফামারীতে ট্রলির ধাক্কায় জামায়াত নেতা নিহত
Published: 28th, September 2025 GMT
নীলফামারীর ডিমলায় পাথরবোঝাই ট্রলির ধাক্কায় রফিকুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডিমলা-ডালিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার খালিশা চাপানী বুড়ির হাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা সেক্রেটারি ছিলেন।
আরো পড়ুন:
নাতির বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দাদির মৃত্যু
কুড়িগ্রামে সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিকুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পাথরবোঝাই একটি ট্রলি পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা/সিথুন/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত ইসল ম
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে