তখন সন্ধ্যা ছুঁই ছুঁই। আকাশের এক কোনায় দিনের অবশিষ্ট আলোটুকুও দ্রুত হারাতে শুরু করেছে। ঠিক এই সময়ে এদিক-সেদিক থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে এল চড়ুই পাখি। এরপর দল বেঁধে জিরিয়ে নিচ্ছে ব্যস্ত মহাসড়কসংলগ্ন বৈদ্যুতিক তারের ওপর। সেখান থেকে সাঁই করে আরও নিচে নেমে কেউ কেউ বসছে বকুল, দেবদারু, পাকুড় কিংবা পিটুলিগাছের ডালে। মুহূর্তেই শত শত চড়ুইয়ের কিচিরমিচিরে মুখর হয়ে উঠল ব্যস্ত মহাসড়কের দুই পাশ।

এমন দৃশ্যের দেখা মিলবে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের কলাবাগান এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে। শনিবার শেষ বিকেলে কলাবাগান এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কটির পাশে রাসেল ফিজিওথেরাপি সেন্টার থেকে শুরু করে হাসপাতাল মোড় পর্যন্ত বিভিন্ন গাছে সন্ধ্যার আগে আগে জমায়েত হয়েছে এসব পাখি। পথচারীদের চোখ আটকে যায় শব্দমুখর গাছে। সেখানে ক্ষণিক দাঁড়িয়ে চোখ ও মনকে প্রশান্ত করছেন কেউ কেউ। কেউ মুঠোফোনের ক্যামেরায় দৃশ্য বন্দী করেন অন্যদের দেখাবেন ভেবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, এসব পাখি কোথা থেকে এসেছে, কেউ জানেন না। প্রতিদিন গোধূলিবেলায় পাখিগুলো দল বেঁধে গাছ ও বৈদ্যুতিক খুঁটিতে এসে বসে। আবার পরদিন ভোর হতেই হারিয়ে যায় দূর-দূরান্তে।

একটি দোকানের সামনে বসে চড়ুই পাখিদের সান্ধ্য আড্ডা দেখছিলেন স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত তিন-চার মাস ধরে আমার বাড়ির সামনের বকুলগাছে চড়ুই পাখিগুলো আসা শুরু করেছে। প্রতিদিন সন্ধ্যায় পাখিগুলো এখানে আসে, কিচিরমিচির শব্দ করে। খুব ভালো লাগে। প্রতিদিন ভোরবেলা কিচিরমিচির শব্দে আবার বাড়ির সবার ঘুম ভাঙে। পাখিগুলোকে কেউ যাতে বিরক্ত না করে সেদিকে আমরা খেয়াল রাখি।’

বকুলগাছের শাখায় শাখায় চড়ুই পাখি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চড় ই প খ

এছাড়াও পড়ুন:

স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩

স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে এক মাস। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আগামী বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আবেদন শুরু হবে।

পদের নাম ও বিবরণ

১. সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৪

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা পানিসম্পদ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

গ্রেড: ৯

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৯

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।

গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

বয়সসীমা

১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

http://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ফি

আবেদন ফি ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা করে।

আবেদনকারী প্রার্থীর বয়স ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে

সম্পর্কিত নিবন্ধ