তখন সন্ধ্যা ছুঁই ছুঁই। আকাশের এক কোনায় দিনের অবশিষ্ট আলোটুকুও দ্রুত হারাতে শুরু করেছে। ঠিক এই সময়ে এদিক-সেদিক থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে এল চড়ুই পাখি। এরপর দল বেঁধে জিরিয়ে নিচ্ছে ব্যস্ত মহাসড়কসংলগ্ন বৈদ্যুতিক তারের ওপর। সেখান থেকে সাঁই করে আরও নিচে নেমে কেউ কেউ বসছে বকুল, দেবদারু, পাকুড় কিংবা পিটুলিগাছের ডালে। মুহূর্তেই শত শত চড়ুইয়ের কিচিরমিচিরে মুখর হয়ে উঠল ব্যস্ত মহাসড়কের দুই পাশ।

এমন দৃশ্যের দেখা মিলবে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের কলাবাগান এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে। শনিবার শেষ বিকেলে কলাবাগান এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কটির পাশে রাসেল ফিজিওথেরাপি সেন্টার থেকে শুরু করে হাসপাতাল মোড় পর্যন্ত বিভিন্ন গাছে সন্ধ্যার আগে আগে জমায়েত হয়েছে এসব পাখি। পথচারীদের চোখ আটকে যায় শব্দমুখর গাছে। সেখানে ক্ষণিক দাঁড়িয়ে চোখ ও মনকে প্রশান্ত করছেন কেউ কেউ। কেউ মুঠোফোনের ক্যামেরায় দৃশ্য বন্দী করেন অন্যদের দেখাবেন ভেবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, এসব পাখি কোথা থেকে এসেছে, কেউ জানেন না। প্রতিদিন গোধূলিবেলায় পাখিগুলো দল বেঁধে গাছ ও বৈদ্যুতিক খুঁটিতে এসে বসে। আবার পরদিন ভোর হতেই হারিয়ে যায় দূর-দূরান্তে।

একটি দোকানের সামনে বসে চড়ুই পাখিদের সান্ধ্য আড্ডা দেখছিলেন স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত তিন-চার মাস ধরে আমার বাড়ির সামনের বকুলগাছে চড়ুই পাখিগুলো আসা শুরু করেছে। প্রতিদিন সন্ধ্যায় পাখিগুলো এখানে আসে, কিচিরমিচির শব্দ করে। খুব ভালো লাগে। প্রতিদিন ভোরবেলা কিচিরমিচির শব্দে আবার বাড়ির সবার ঘুম ভাঙে। পাখিগুলোকে কেউ যাতে বিরক্ত না করে সেদিকে আমরা খেয়াল রাখি।’

বকুলগাছের শাখায় শাখায় চড়ুই পাখি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চড় ই প খ

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ