ফতুল্লার পোস্ট অফিস-শিবু মার্কেট সড়ক সংস্কারে রিয়াদ চৌধুরী
Published: 30th, September 2025 GMT
চলাচলের অনুপোযোগি হয়ে পরা ফতুল্লার পোস্ট অফিস -শিবু মার্কেট সড়কটি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সার্বিক সহোযোগিতায় মেরামত করে দিয়েছেন শ্রমিক দল নেতা বাদল প্রধান । এতে সড়কটিতে চলাচলকারী অটো এবং মিশুক,সিএনজি, কভারভ্যান সহ সকল প্রকার গাড়ীর চালকসহ স্থানীয়দের ভোগান্তি অনেকটা দূর হয়েছে।
ফতুল্লা রেল লাইন বটতলা থেকে শিবু মার্কেট বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটিতে কম করে হলেও অর্ধশাতিক স্থানে বড় বড় গর্তের সৃস্টি হয়ে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপোযোগি হয়ে পরেছিলো। এ রাস্তায় চলাচলকারী যানবাহন সহ পথচারীদের ভোগান্তি চরমে পৌছায়। বৃস্টি হলে সেই ভোগান্তি ভয়াভহতায় রুপ নেয়। পানিতে তলিয়ে থাকা গর্তে পরে প্রতিদিনই কোন না কোন যানবাহন দূর্ঘটনার শিকার হয়। তখন পায়ে হেটে ও চলাচল করতে পারেনা পথচারীরা। স্থানীয় গণ্যমাধ্যমে এ সড়কটি নিয়ে বিস্তর লেখালেখি হলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ তা মেরামতে জনসাধারণের ভোগান্তি লাগবে এগিয়ে আসেনি। রাস্তাটি মেরামতে ও কেউ এগিয়ে আসেনি।
সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সার্বিক সহোযোগিতায় রাস্তাটি মেরামতে বৃস্টির ভিতর ভিজে ইটের টুকরো ও বালু দিয়ে ছোট -বড় গর্তগুলি ভরাট করে অনেকটাই চলাচলের উপোযোগি করে তুলছে। এতে স্থানীয় পথচারীরা ও বিভিন্ন চালকদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করেন নানা শ্রেনীর পেশাজীবি মানুষ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সড়ক ন র য়ণগঞ জ ম র মত
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র্যাবের ৩ সদস্য আহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাদাপোশাকে অভিযান চালিয়ে আসামি ধরার সময় হামলায় আহত হয়েছেন র্যাবের তিন সদস্য। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১১–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদাপোশাকে র্যাবের একটি গোয়েন্দা দল অভিযানে নামে। তবে অভিযানের খবর টের পেয়ে যান আসামি সাহেব আলী ও তাঁর সহযোগীরা। তাঁরা অতর্কিত হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে র্যাবের তিন সদস্য আহত হন। গুরুতর আহত এক সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, আসামি সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্র আইনে অন্তত এক ডজন মামলা আছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে র্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ওই আসামিকে (সাহেব আলী) তাঁরা অনেক দিন ধরে ধরার চেষ্টা করছিলেন। মঙ্গলবার রাতে তাঁর অবস্থান জানতে পেরে সাদাপোশাকে র্যাবের গোয়েন্দা দল পর্যবেক্ষণে যায়। এ সময় ওই আসামির সহযোগীরা চিৎকার ও ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পালিয়ে যান। তাঁকে ধরার চেষ্টা চলছে।