বরিশালের উজিরপুর উপজেলায় অজ্ঞাত ট্রাকের চাপায় এক মানসিক প্রতিবন্ধী  নিহত হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার সাজু পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

পূবাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু

নিহত জাকির ভূইয়া (৫৮) উপজেলার পশ্চিম জয়শ্রী এলাকার মৃত মান্নান ভূইয়ার ছেলে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “ভোর পৌনে ৫টার দিকে মানসিক ভারসাম্যহীন জাকির ভূইয়া মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে।”

তিনি বলেন, “পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/পলাশ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ