মূল্যস্ফীতির নাগাম টেনে ধরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঠিক নীতিমালা ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন আশার কথা শোনান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তার মতে, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া এই সমস্যা সমাধান করা সম্ভব নয়।

আরো পড়ুন:

দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি, জানালেন নাসীরুদ্দীন

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন

তিনি বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন দেড় থেকে দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে। পুরোনো চক্রগুলোও সক্রিয় রয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, “চাঁদাবাজির সঙ্গে জড়িতরাই আবার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য। এর ফলে পণ্যমূল্যও বাড়ছে। কিন্তু এটি আমার মন্ত্রণালয়ের আওতাভুক্ত কাজ নয়। অন্তর্বর্তী সরকার একে ধরো, ওকে ধরো নীতিতে চলে না।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মাসওয়ারি মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য প্রকাশ করে গত ৭ সেপ্টেম্বর। ওই তারিখে আগস্ট মাসের মূল্যস্ফীতি চিত্র প্রকাশ করা হয়েছিল। 

আগস্টে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ২৯ শতাংশে, যা গত জুলাই মাসের চেয়ে কম। জুলাইয়ে এই হার ছিল ৮ দশমিক ৫৫।

গত ৩৭ মাসের মধ্যে আগস্টে এসে মূল্যস্ফীতি সর্বনিম্ন হয়। কমার এই ধারা অব্যাহত থাকার আশা দেখছেন অর্থ উপদেষ্টা। 

ঢাকা/এএএম/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট আগস ট

এছাড়াও পড়ুন:

বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে

ঢাকার সাভার উপজেলার সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে আশুলিয়ায় বেরন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে।

চালক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার যাত্রী পরিবহন শেষে রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে গ্রামীণ পরিবহন নামের মিনিবাস দাঁড় করিয়ে রাখা হয়। ভোর চারটার দিকে চালকের সহকারী বাসটি ধুয়েমুছে টয়লেটে যান। ফিরে এসে তিনি দেখেন বাসটিতে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

আরও পড়ুননারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা১ ঘণ্টা আগে

চালক মো. পিন্টু প্রথম আলোকে বলেন, ‘প্রতি রাতেই ওই এলাকায় গাড়ি রাখি। এরপর ভোর পাঁচটায় গাড়ি বাইর করি। কাইল রাইতে হেলপার বাস পরিষ্কার কইরা ওয়াশরুমে গেছে, এরপর আইসা দেখে আগুন জ্বলতাছে। তখন পৌনে পাঁচটার মতো বাজে। বাসের সব সিট (আসন) পুইড়া গেছে। এটা ৩২ সিটের গাড়ি। দুই লাখ টাকার মতো ক্ষতি হইছে।’

দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও কয়েকটি আসন পুড়ে গেছে বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যিনি বা যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

সম্পর্কিত নিবন্ধ