মূল্যস্ফীতি ৭ শতাংশে নামানো সম্ভব, আশা অর্থ উপদেষ্টার
Published: 30th, September 2025 GMT
মূল্যস্ফীতির নাগাম টেনে ধরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঠিক নীতিমালা ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন আশার কথা শোনান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তার মতে, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া এই সমস্যা সমাধান করা সম্ভব নয়।
আরো পড়ুন:
দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি, জানালেন নাসীরুদ্দীন
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
তিনি বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন দেড় থেকে দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে। পুরোনো চক্রগুলোও সক্রিয় রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, “চাঁদাবাজির সঙ্গে জড়িতরাই আবার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য। এর ফলে পণ্যমূল্যও বাড়ছে। কিন্তু এটি আমার মন্ত্রণালয়ের আওতাভুক্ত কাজ নয়। অন্তর্বর্তী সরকার একে ধরো, ওকে ধরো নীতিতে চলে না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মাসওয়ারি মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য প্রকাশ করে গত ৭ সেপ্টেম্বর। ওই তারিখে আগস্ট মাসের মূল্যস্ফীতি চিত্র প্রকাশ করা হয়েছিল।
আগস্টে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ২৯ শতাংশে, যা গত জুলাই মাসের চেয়ে কম। জুলাইয়ে এই হার ছিল ৮ দশমিক ৫৫।
গত ৩৭ মাসের মধ্যে আগস্টে এসে মূল্যস্ফীতি সর্বনিম্ন হয়। কমার এই ধারা অব্যাহত থাকার আশা দেখছেন অর্থ উপদেষ্টা।
ঢাকা/এএএম/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট আগস ট
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।