চ্যাটজিপিটিতে প্যারেন্টাল কন্ট্রোল–সুবিধা যুক্ত করল ওপেনএআই
Published: 1st, October 2025 GMT
কিশোর-কিশোরীদের নিরাপত্তায় নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ সুবিধা চালু করেছে ওপেনএআই। নতুন এ সুবিধা চালুর ফলে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা আরও জোরদার হবে এবং অভিভাবকেরা চাইলে সন্তানদের চ্যাটজিপিটি ব্যবহার সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটিতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুর ফলে অভিভাবকেরা কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে কিশোর-কিশোরীরা স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সুরক্ষা পাবেন। পাশাপাশি অভিভাবকেরা সন্তানদের প্রয়োজন অনুযায়ী চ্যাটজিপিটির বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ নিয়ন্ত্রণ ও সীমা নির্ধারণ করতে পারবেন।
অভিভাবকেরা চাইলে সরাসরি সন্তানকে আমন্ত্রণ পাঠিয়ে অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। আবার সন্তানরাও চাইলে অভিভাবককে অ্যাকাউন্ট যুক্ত করার আমন্ত্রণ জানাতে পারবে। একবার এই সেটিং চালু হলে কেউ ইচ্ছা করে বন্ধ না করা পর্যন্ত কার্যকর থাকবে। প্রাথমিকভাবে চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে সুবিধাটি চালু হয়েছে। ওপেনএআই জানিয়েছে, খুব শিগগিরই এ সুবিধা মোবাইল অ্যাপেও ব্যবহার করা যাবে।
ওপেনএআইয়ের ঘোষণা অনুযায়ী, প্যারেন্টাল কন্ট্রোল–সুবিধা কাজে লাগিয়ে অভিভাবকেরা চ্যাটজিপিটির একাধিক সুবিধা নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে সংবেদনশীল কনটেন্ট ও মেমোরি নিয়ন্ত্রণসুবিধা। মডেল প্রশিক্ষণের জন্য কথোপকথন ব্যবহার করা হবে কি না, তা নিয়ন্ত্রণসহ ভয়েস ফিচার চালু বা বন্ধ করার সুযোগও পাওয়া যাবে। একইভাবে ছবি তৈরি ও সম্পাদনার সুবিধা সীমিত বা বন্ধ করে দিতে পারবেন অভিভাবকেরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অ য ক উন ট য ক ত কর ব যবহ র প রব ন
এছাড়াও পড়ুন:
২০২৬ সালের জানুয়ারিতে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির সেবা বন্ধ হচ্ছে
আগামী বছরের জানুয়ারিতে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির সেবা বন্ধ হয়ে যাচ্ছে। মেটার নতুন নীতিমালার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্মটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। নতুন নিয়ম অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসে (এপিআই) সাধারণ উদ্দেশ্যের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট আর ব্যবহার করা যাবে না। এর ফলে কেবল গ্রাহকসেবা বা ব্যবসায়িক সহায়তামূলক বিশেষায়িত এআই টুলগুলোই হোয়াটসঅ্যাপে চালু থাকবে। ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহার করা বিপুলসংখ্যক ব্যবহারকারীকে আগামী বছর থেকে বিকল্প মাধ্যমে যেতে হবে।
ওপেনএআই জানিয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় পাঁচ কোটি মানুষ হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করছেন। ব্যবহারকারীরা যাতে তাঁদের পুরোনো চ্যাট সংরক্ষণ করে ভবিষ্যতে অন্য প্ল্যাটফর্মে ব্যবহার চালিয়ে যেতে পারেন, সে জন্য প্রতিষ্ঠানটি একটি সহজ পদ্ধতি চালু করেছে। মেটার ঘোষিত নতুন নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআইতে সাধারণ উদ্দেশ্যের এআই চ্যাটবট নিষিদ্ধ করা হবে। মেটা জানিয়েছে, এসব চ্যাটবটের কারণে বার্তা আদান–প্রদানের পরিমাণ বেড়ে সার্ভারের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এতে সিস্টেম পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে। ওপেনএআই এক বিবৃতিতে জানিয়েছে, তারা হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির সেবা চালিয়ে যেতে চাইলেও মেটার নতুন নীতিমালার কারণে তা আর সম্ভব নয়। প্রতিষ্ঠানটির ভাষায়, ‘আমরা চাই, ব্যবহারকারীদের জন্য পরিবর্তনের এই প্রক্রিয়া যতটা সম্ভব সহজ ও স্বচ্ছ হোক।’
হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির চ্যাট হিস্ট্রি সরাসরি এক্সপোর্ট করার সুযোগ নেই। তবে ওপেনএআই এমন একটি ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের হোয়াটসঅ্যাপ নম্বর চ্যাটজিপিটি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে পুরোনো চ্যাট হিস্ট্রি সংরক্ষণ করতে পারবেন। এতে হোয়াটসঅ্যাপে সেবা বন্ধ হলেও বার্তাগুলো চ্যাটজিপিটি অ্যাপে দেখা যাবে। এর জন্য প্রথমে ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড, আইওএস বা কম্পিউটারের জন্য চ্যাটজিপিটি অ্যাপটি ডাউনলোড করতে হবে। চাইলে ওয়েব ব্রাউজার থেকেও ব্যবহার করা যাবে। চ্যাট ডট ওপেনএআই ডটকম ঠিকানায় প্রবেশ করে লগইন করা যাবে। এরপর নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আর আগে থেকে অ্যাকাউন্ট থাকলে আগের তথ্য ব্যবহার করে সাইন ইন করা যাবে।
অ্যাকাউন্ট তৈরি বা লগইন করার পর হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির অফিশিয়াল প্রোফাইলে প্রবেশ করে সেখানে দেওয়া লিংকে প্রবেশ করতে হবে। ওই লিংকের মাধ্যমে ব্যবহারকারীর ফোন নম্বর চ্যাটজিপিটি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হবে। সংযোগ সম্পন্ন হলে হোয়াটসঅ্যাপে আগের চ্যাট স্বয়ংক্রিয়ভাবে চ্যাটজিপিটি অ্যাপের ইতিহাস অংশে সংরক্ষিত থাকবে এবং পরে সেগুলো দেখা যাবে।
তবে চ্যাটজিপিটি নিজস্ব অ্যাপ ও ওয়েব সংস্করণে আগের মতোই ব্যবহার করা যাবে। সেখানে ব্যবহারকারীরা ভয়েস চ্যাট, ফাইল আপলোড, ছবি তৈরিসহ অন্যান্য সুবিধাও আগের মতোই উপভোগ করতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া