কিশোর-কিশোরীদের নিরাপত্তায় নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ সুবিধা চালু করেছে ওপেনএআই। নতুন এ সুবিধা চালুর ফলে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা আরও জোরদার হবে এবং অভিভাবকেরা চাইলে সন্তানদের চ্যাটজিপিটি ব্যবহার সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটিতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুর ফলে অভিভাবকেরা কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে কিশোর-কিশোরীরা স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সুরক্ষা পাবেন। পাশাপাশি অভিভাবকেরা সন্তানদের প্রয়োজন অনুযায়ী চ্যাটজিপিটির বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ নিয়ন্ত্রণ ও সীমা নির্ধারণ করতে পারবেন।

অভিভাবকেরা চাইলে সরাসরি সন্তানকে আমন্ত্রণ পাঠিয়ে অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। আবার সন্তানরাও চাইলে অভিভাবককে অ্যাকাউন্ট যুক্ত করার আমন্ত্রণ জানাতে পারবে। একবার এই সেটিং চালু হলে কেউ ইচ্ছা করে বন্ধ না করা পর্যন্ত কার্যকর থাকবে। প্রাথমিকভাবে চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে সুবিধাটি চালু হয়েছে। ওপেনএআই জানিয়েছে, খুব শিগগিরই এ সুবিধা মোবাইল অ্যাপেও ব্যবহার করা যাবে।

ওপেনএআইয়ের ঘোষণা অনুযায়ী, প্যারেন্টাল কন্ট্রোল–সুবিধা কাজে লাগিয়ে অভিভাবকেরা চ্যাটজিপিটির একাধিক সুবিধা নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে সংবেদনশীল কনটেন্ট ও মেমোরি নিয়ন্ত্রণসুবিধা। মডেল প্রশিক্ষণের জন্য কথোপকথন ব্যবহার করা হবে কি না, তা নিয়ন্ত্রণসহ ভয়েস ফিচার চালু বা বন্ধ করার সুযোগও পাওয়া যাবে। একইভাবে ছবি তৈরি ও সম্পাদনার সুবিধা সীমিত বা বন্ধ করে দিতে পারবেন অভিভাবকেরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য ক উন ট য ক ত কর ব যবহ র প রব ন

এছাড়াও পড়ুন:

চ্যাটজিপিটির মাধ্যমে অনলাইনে পছন্দের পণ্যও কেনা যাবে

প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবি তৈরি করে দেয় চ্যাটজিপিটি। শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ, কবিতাসহ ই-মেইলের খসড়াও লিখে দেয় চ্যাটবটটি। এবার চ্যাটজিপিটিতে অনলাইন কেনাকাটার সুবিধা চালু করেছে ওপেনএআই। এ সুবিধা চালুর ফলে অন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ না করেই চ্যাটজিপিটির মাধ্যমে সরাসরি পছন্দের পণ্য কেনা যাবে।

ওপেনএআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এখন থেকে সরাসরি চ্যাটজিপিটির মাধ্যমে পণ্য কিনতে পারবেন। নতুন এ সুবিধার নাম দেওয়া হয়েছে ‘ইনস্ট্যান্ট চেকআউট’। প্রাথমিকভাবে নির্বাচিত বিক্রেতা ও প্রতিষ্ঠানের পণ্য কেনা যাবে। এত দিন চ্যাটজিপিটিতে কোনো পণ্যের খোঁজ মিললেও কিনতে হলে ব্যবহারকারীদের আলাদা ওয়েবসাইটে যেতে হতো। নতুন সুবিধা চালুর ফলে কেনাকাটার শেষ ধাপও সম্পন্ন হবে চ্যাটজিপিটির ভেতরে।

চ্যাটজিপিটির মাধ্যমে অনলাইনে পছন্দের পণ্য কেনার ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। ওপেনএআইয়ের তথ্যমতে, আপাতত একবারে কেবল একটি পণ্য কেনা যাবে। তবে নতুন এ সুবিধা ব্যবহারকারীদের অনলাইন কেনাকাটার অভ্যাসে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ব্যবসায়ীরা সহজেই নিজেদের পণ্য সরাসরি চ্যাটজিপিটিতে যুক্ত করতে পারবেন। যদিও অ্যামাজন বা ওয়ালমার্টের মতো বড় প্রতিষ্ঠান এখনো এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়নি।

চ্যাটজিপিটির ব্যবহার বিস্তৃত করার পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নিয়েছে ওপেনএআই। এর আগে চ্যাটজিপিটিতে পণ্য অনুসন্ধান ও সুপারিশসুবিধা চালু করে প্রতিষ্ঠানটি। নতুন সুবিধা চালুর বিষয়ে ওপেনএআইয়ের বাণিজ্য বিভাগের প্রধান মিশেল ফ্রাডিন জানিয়েছেন, চ্যাটজিপিটির প্রতি ১০ জন ব্যবহারকারীর অন্তত ১ জন কেনাকাটায় আগ্রহ দেখান। তাঁদের জন্য সরাসরি কেনাকাটার সুযোগ তৈরি করা যৌক্তিক পদক্ষেপ।

সূত্র: টেকলুসিভ

সম্পর্কিত নিবন্ধ

  • এআই ভিডিও তৈরির নতুন অ্যাপ আনছে ওপেনএআই
  • চ্যাটজিপিটির মাধ্যমে অনলাইনে পছন্দের পণ্যও কেনা যাবে