ঢাকার সাভারের রাজ ফুলবাড়িয়া, শোভাপুরসহ কয়েকটি এলাকায় বৃষ্টির পানির জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকাল ১০টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি শুরু করেন তাঁরা।

অবরোধ কর্মসূচির কারণে মহাসড়কটির দুটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও সংশ্লিষ্টরা। ঘণ্টাখানেক অবরোধের পর বেলা ১১টার দিকে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিক্ষোভকারীরা জানান, উপজেলার রাজ ফুলবাড়িয়া, শোভাপুর ও এর আশপাশের কয়েকটি এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি জায়গা ভরাট করে ফেলা হয়। সেখানে এসব এলাকার পানি জমা হতো। জায়গাটি ভরাট হওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

মো.

সেলিম নামের একজন জানান, এক ব্যক্তি বালু ফেলে ওই জায়গা ভরাট করে পানি বের হওয়ার রাস্তা ব্লক করে দিয়েছেন। ফলে নর্দমার পানি বের হতে পারছে না। কয়েক মাস ধরেই এই সমস্যা। আজ বৃষ্টি হওয়ায় বাড়িতে পানি জমছে।

মো. সালাহউদ্দিন নামের আরেক ব্যক্তি জানান, ৩-৪টি এলাকার পানি বের হয়—এমন একটি সরকারি জায়গায় থাকা কালভার্টে বালু ফেলে বন্ধ করে দিয়েছেন এক ব্যক্তি। এ কারণে পানি বের হতে না পারায় এলাকাগুলোর কয়েক হাজার বাসিন্দা ভোগান্তিতে পড়েছেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ প্রথম আলোকে বলেন, প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ