সড়কে শৃঙ্খলা ফেরাতে সদিচ্ছা জরুরি: নিসচা
Published: 1st, October 2025 GMT
দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সব দলের রাজনীতিবিদদের সদিচ্ছা জরুরি বলে মন্তব্য করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ এর প্রতিষ্ঠা সদস্য লিটন এরশাদ।
বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
লিটন এরশাদ আরো বলেন, “সড়ক দুর্ঘটনার বিস্তৃতি ও ক্ষয়ক্ষতির মাত্রা বহুমাত্রিক হওয়ায় সরকারের একার পক্ষে তা মোকাবিলা করা সম্ভব নয়। এর জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সংস্থা, প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন করেছে, তবে এতে সীমাবদ্ধতা আছে।”
তিনি বলেন, “অতিরিক্ত গতি, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার না করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং শিশুদের জন্য নিরাপদ আসনের অভাব—এসব মূল ঝুঁকি মোকাবিলায় ‘সেইফ সিষ্টেম এপ্রোচ’ অনুসারে আইন ও বিধিমালা কার্যকর করা জরুরি।”
নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়ণের দাবি জানিয়ে তিনি বলেন, “এই আইনের মূল লক্ষ্য হবে মানুষের জীবন রক্ষা করা।”
সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের নিরাপদ সড়ক দিবসে কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে ১২০০ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ, রোড ক্যাম্পেইন, র্যালি, পোস্টার ও লিফলেট বিতরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সড়কের অরক্ষিত ক্রসিংয়ে সতর্কবার্তা প্রদান।
সংবাদ সম্মেলনের কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিরাপদ সড়ক চাইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজল মাইন জয় বলেন, “বাবা দীর্ঘ সময়ে লন্ডনে চিকিৎসার নিচ্ছেন। দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চাই।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন খান নান্টু, সাদেক হোসেন বাবুল, এডভোকেট বিল্লাল হোসেন, যুগ্ম মহাসচিব মো.
ঢাকা/রায়হান/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।