ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
Published: 1st, October 2025 GMT
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। গত সাত মাস ধরে এ রোগের সঙ্গে লড়াই করছেন এই তারকা। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন।
মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হন তিনি।
আরো পড়ুন:
পান্থর উপস্থাপনায় ‘স্টারগল্প’, অতিথি জুয়েল আইচ-তারিক আনাম খান
ভারতের সবচেয়ে সফল অভিনেতা শাহরুখ
মিরাজুল মইন জয় বলেন, “আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। তার চিকিৎসা লন্ডনে চলমান রয়েছে। দেশবাসীর কাছে আমরা দোয়া কামনা করছি।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছরের শুরুতে কথা বলতে অসুবিধা ও স্মৃতিভ্রংশসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ইলিয়াস কাঞ্চন। গত ৯ এপ্রিল ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার মাথার এমআরআই করানো হয়। রিপোর্টে ব্রেন টিউমারের উপস্থিতি ধরা পড়ে।
পরে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, টিউমারটি মস্তিষ্কের অত্যন্ত জটিল স্থানে থাকায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হবে। পারিবারিক সিদ্ধান্তে ২৬ এপ্রিল তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়।
সেখানে হারলি স্ট্রিট ক্লিনিকে দীর্ঘ তিন মাস পরীক্ষানিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা পুরো টিউমার অপসারণ না করে আংশিক অপসারণ করেন। অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী, একটানা ছয় সপ্তাহ (সপ্তাহে পাঁচ দিন) রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে। এরপর চার সপ্তাহ তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকরা অনুমতি দিলে তবেই ইলিয়াস কাঞ্চনের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় বলেন, “আমরা আশাবাদী, চিকিৎসার ধাপ সফলভাবে শেষ হলে বাবা সুস্থ হয়ে ফিরবেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। গত সাত মাস ধরে এ রোগের সঙ্গে লড়াই করছেন এই তারকা। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন।
মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হন তিনি।
আরো পড়ুন:
পান্থর উপস্থাপনায় ‘স্টারগল্প’, অতিথি জুয়েল আইচ-তারিক আনাম খান
ভারতের সবচেয়ে সফল অভিনেতা শাহরুখ
মিরাজুল মইন জয় বলেন, “আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। তার চিকিৎসা লন্ডনে চলমান রয়েছে। দেশবাসীর কাছে আমরা দোয়া কামনা করছি।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছরের শুরুতে কথা বলতে অসুবিধা ও স্মৃতিভ্রংশসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ইলিয়াস কাঞ্চন। গত ৯ এপ্রিল ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার মাথার এমআরআই করানো হয়। রিপোর্টে ব্রেন টিউমারের উপস্থিতি ধরা পড়ে।
পরে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, টিউমারটি মস্তিষ্কের অত্যন্ত জটিল স্থানে থাকায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হবে। পারিবারিক সিদ্ধান্তে ২৬ এপ্রিল তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়।
সেখানে হারলি স্ট্রিট ক্লিনিকে দীর্ঘ তিন মাস পরীক্ষানিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা পুরো টিউমার অপসারণ না করে আংশিক অপসারণ করেন। অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী, একটানা ছয় সপ্তাহ (সপ্তাহে পাঁচ দিন) রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে। এরপর চার সপ্তাহ তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকরা অনুমতি দিলে তবেই ইলিয়াস কাঞ্চনের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় বলেন, “আমরা আশাবাদী, চিকিৎসার ধাপ সফলভাবে শেষ হলে বাবা সুস্থ হয়ে ফিরবেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”
ঢাকা/রাহাত/শান্ত