একজনের ব্যাট থেকে এসেছে ১১৫ রান, অন্যজনের ব্যাট থেকে ১১১। রানসংখ্যায় কাছাকাছি থাকলেও দলগত ফলে ব্যবধানটা হলো অনেক বড়। আইসিসি নারী বিশ্বকাপের ১৩তম আসরে  নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাটিংয়ে নেমে অ্যাশলি গার্ডনারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া করে ৩২৬ রান। তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ৪৩.

২ ওভারে ২৩৭ রানে অলআউট হয়।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামের ম্যাচটিতে নিউজিল্যান্ড তাদের ইনিংসের প্রথম ৯ বলের মধ্যে হারিয়ে ফেলে ২ উইকেট। সুজি বেটসকে বোল্ড করেন সোফি মলিনুর, আরেক কিউই ওপেনার জর্জিয়া প্লিমার রানআউট। দুই ওপেনার আউট হওয়ার সময় নিউজিল্যান্ডের রান ছিল শূন্য। সেখান থেকে তৃতীয় উইকেটে অ্যামেলিয়া কার ও সোফি ডিভাইন গড়েন ৭৫ রানের জুটি।  

কার ৩৩ রান করে আউট হওয়ার পর ডিভাইনের সঙ্গে ৫২ রানের জুটিতে সঙ্গ দেন ব্রুক হ্যালিডে। পরে ষষ্ঠ উইকেটে আরেকটি পঞ্চাশ ছাড়ানো (৫৪) জুটি গড়ে ওঠে ডিভাইন-ইসাবেলা গেজের মধ্যে। তবে লক্ষ্য বড় হওয়ায় প্রয়োজনীয় গতিতে রান তুলতে পারেনি দলটি।

প্রথম ২৫ ওভারের মধ্যে ১০০টি ডট দেওয়া নিউজিল্যান্ড শেষের দিকে দ্রুত রান তুলতে গিয়ে উইকেটও হারিয়েছে দ্রুতই। অধিনায়ক ডিভাইন এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি পূর্ণ করেন ১০৭ বলে। পরে বড় শট খেলতে গিয়ে বোল্ড হন । অ্যানাবেল সাদারল্যান্ডের বলে। তাঁর ১২ চার ৩ ছক্কায় ১১২ বলে ১১১ রানের ইনিংসেই নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।

এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসও বলতে গেলে একজনই টেনেছেন। টপ অর্ডারের তিন ব্যাটার অ্যালিসা হিলি (১৯), ফিবি লিচফিল্ড (৪৫) ও এলিস পেরিরা (৩৩) বড় ইনিংস খেলতে না পারলেও দল ২ উইকেট হারিয়েই পৌঁছে যায় এক শ রানে। এরপর মিডল অর্ডারের ভাঙনে ১০৮/২ থেকে ১২৮/৫ উইকেটে পরিণত হয় অস্ট্রেলিয়ার স্কোর।

সেখান থেকে অস্ট্রেলিয়ার রান তিন শর ওপারে নিয়ে যাওয়ার কৃতিত্ব গার্ডনারের। ছয় নম্বরে নামা এই ব্যাটার ৪৩ বলে ফিফটি পূর্ণ করার পর সেঞ্চুরি করেন ৭৭ বলে। শেষ পর্যন্ত ৪৭তম ওভারে যখন আউট হন, নামের পাশে ১৬ চার ১ ছক্কায় ৮৩ বলে ১১৫ রান। মেয়েদের ওয়ানডেতে ছয় বা তার নিচে নেমে সর্বোচ্চ রানের ইনিংস এটি। ভেঙেছেন ২০১৩ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেমেইন ক্যাম্পবেলের রেকর্ড।

গার্ডনার নতুন রেকর্ড গড়ার দিনে দলের জয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

আগামীকাল কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া নারী দল: ৪৯.৩ ওভারে ৩২৬ (গার্ডনার ১১৫, লিচফিল্ড ৪৫, গার্থ ৩৮; তাহুহু ৩/৪২, কার ৩/৫৯)।

নিউজিল্যান্ড নারী দল: ৪৩.২ ওভারে ২৩৭ (ডিভাইন ১১১, কার ৩৩, গেজ ২৮; মলিনু ৩/২৫, সাদারল্যান্ড ৩/২৬)।

ফল:  অস্ট্রেলিয়া নারী দল ৮৯ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: অ্যাশলি গার্ডনার।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র ডন র ড ভ ইন প রথম উইক ট

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ