রাঁধুনি চাই, জিম চাই! বলিউড তারকাদের ধুয়ে দিলেন ইশা
Published: 3rd, October 2025 GMT
বলিউডে তারকাদের আকাশছোঁয়া চাহিদার কারণে হিন্দি সিনেমার নির্মাণ ব্যয় বেড়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন নির্মাতা অনুরাগ কাশ্যপ, প্রযোজক করণ জোহর থেকে বনি কাপুরেরা। এবার মুখ খুললেন ইশা কোপিকার। দীর্ঘ সময় ধরে বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করা এই অভিনেত্রী জানালেন, বড় তারকাদের সঙ্গে কাজ করার সময় প্রযোজকেরা প্রায়শই বিশাল খরচের সম্মুখীন হন। কারণ, সিনেমার বাজেটের বড় অংশই চলে তারকার নানা চাহিদা ও অতিরিক্ত সুবিধা মেটাতে।
সাইরাস ব্রোচার পডকাস্টে ইশা বলেন, ‘যদি কোনো অভিনেতা শুটিংয়ে আলাদা রাঁধুনি বা জিম চান, তাহলে প্রযোজকদের উপায় থাকে না। কিন্তু সমস্যাটি সিস্টেমের মধ্যে। কোনো সুপারস্টার ভালো গল্প ও কনটেন্ট ছাড়া হিট সিনেমা বানাতে পারে না। প্রযোজকেরা যখন বড় তারকার সঙ্গে চুক্তি করেন, তাঁরা জানেন—তারকা থাকলে প্রোজেক্টের লগ্নি ফেরত পাওয়া সহজ হয়। তাই তাঁরা অনেক সময় অন্যায় আবদার মেনে নেন। এভাবেই এই জটিল চক্র তৈরি হয়েছে।’
ইশা কোপিকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আহমদ রফিকের প্রয়াণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ভাষাসংগ্রামী, লেখক ও রবীন্দ্র গবেষক আহমদ রফিকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
শুক্রবার (৩ অক্টোবর) পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক শোকবার্তায় বলেন, “তার মৃত্যুতে দেশ এক কৃতি সূর্যসন্তানকে হারাল।”
বিবৃতিতে সাইফুল হক বলেন, “সাম্যভিত্তিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণে আহমদ রফিক গত সাত দশক ধরে অগ্রণী ভূমিকা পালন করেছেন। লেখক ও রবীন্দ্র গবেষক হিসেবে তিনি খ্যাতি অর্জন করলেও, কোনো পুরস্কার বা স্বীকৃতি তাকে আদর্শচ্যুত করতে পারেনি। মানবিকতা ও নীতির প্রশ্নে তিনি ছিলেন অবিচল ও আপসহীন।”
তিনি বলেন, “স্বল্পভাষী ও অহংকারবর্জিত এই মানুষটি আগামী অনেক প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।”
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বিবৃতিতে আহমদ রফিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
ঢাকা/এএএম/এসবি