ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ এক যুগের বেশি সময়েও শেষ না হওয়ায় গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে গাজীপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিআরটি প্রকল্পের কাজ চলায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। তাঁরা দ্রুত কাজ সম্পন্নের পাশাপাশি নিরাপদ সড়ক ও পারাপারের ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান। এ সময় পদচারী–সেতু (ফুটওভারব্রিজ) চালু, জেব্রা ক্রসিং স্থাপন, অরক্ষিত ম্যানহোলের ঢাকনা বসানো, উড়ালসড়কের ওপর ও নিচে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ৯ দফা দাবি তুলে ধরা হয়। মানববন্ধনে চার মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার দাবি জানানো হয়।

মানববন্ধনে সাধারণ মানুষ ছাড়াও বিএনপি, এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীরা অংশ নেন।

গত বছরের ১৫ ডিসেম্বর গাজীপুরের শিববাড়ী থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ১০টি বাস চলাচলের উদ্বোধন করেছিলেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সে সময় তিনি বলেছিলেন, বিআরটি একটি রুগ্ণ প্রকল্প। তারপরও মানুষের যাতায়াতের সুবিধার জন্য বিআরটিসি বাস চালু করা হয়েছে। বর্তমানে মাত্র দুই-তিনটি বাস অনিয়মিতভাবে চলাচল করছে।

উল্লেখ্য, গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নির্দিষ্ট লেনে দ্রুত, নিরাপদ ও পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে ২০১২ সালের ডিসেম্বরে প্রকল্পটি হাতে নেয় সরকার। ২০ দশমিক ৫ কিলোমিটার সড়কে বিআরটি প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয় চার বছর এক মাস। এই প্রকল্পের সময়সীমা পাঁচ দফা বাড়ানো হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা করতে পারেনি কর্তৃপক্ষ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রকল প র ক জ ব আরট

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে দলটির একাংশের নেতা–কর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। আজ বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা সদর, ফান্দাউক ও কুণ্ডা এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ হান্নানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি প্রথমবার মনোনয়ন পেয়েছেন। তবে তাঁকে পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি কামরুজ্জামান মামুনকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে আসছেন তাঁর সমর্থকেরা। কামরুজ্জামান উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আজ সকাল ১০টার দিকে নাসিরনগর উপজেলা সদরের শহীদ মিনার ও উপজেলা পরিষদ চত্বরের সামনে কামরুজ্জামান মামুনের অনুসারী নেতা–কর্মী ও সমর্থকেরা জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে শহীদ মিনার ও উপজেলা পরিষদের সামনের সড়কের উভয় পাশে ‘উপজেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন’–এর ব্যানারে মানববন্ধন শুরু হয়। পরে উপজেলা পরিষদের সামনে তাঁরা বিক্ষোভ করেন।

উপজেলা সদরে মানববন্ধনে অংশ নেওয়া রেজিয়া বেগম বলেন, ‘কামরুজ্জামান মামুন দলের জন্য নিবেদিতপ্রাণ। তিনি সাধারণ মানুষের নেতা। বিএনপি থেকে তাঁকে মনোনয়ন দেওয়ার দাবিতে আমরা এক হয়েছি।’

আরও পড়ুনচারটি আসনে বিএনপিতে অসন্তোষ, আগেভাগেই প্রচারে জামায়াত ১৭ নভেম্বর ২০২৫

এ সম্পর্কে কামরুজ্জামান মামুন বলেন, এখানে যাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও পরাজিত হয়েছিলেন। এ কারণে এখানকার মানুষ প্রার্থী বদলের দাবি জানিয়ে কর্মসূচি পালন করছেন।

তবে বিএনপির প্রার্থী এম এ হান্নান বলেন, ‘তৃণমূলে রাজনীতি করেও যে এমপি মনোনয়ন পাওয়া যায়, সেটা বিএনপির হাইকমান্ড প্রমাণ করেছে। আশা করি, প্রথমবারের মতো আসনটি বিএনপিকে উপহার দিতে পারব।’

একই সময় উপজেলার ফান্দাউক ও কুণ্ডা এলাকায় কামরুজ্জামানের অনুসারী নেতা–কর্মী ও সমর্থকেরা একই দাবিতে মানববন্ধন করেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে একাধিক স্থানে মানববন্ধন
  • বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবিতে সংসদের সামনে মানববন্ধন
  • বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে শহরে মানববন্ধন 
  • ‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে আটক বাউল শিল্পী ডিবি হেফাজতে
  • ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন
  • মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যা: বিচার দাবিতে বিক্ষোভ
  • ট্রেন থামিয়ে পরিচালক ও চালককে মিষ্টি খাওয়ালেন আন্দোলনকারীরা
  • ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ