এম আর টি-২তে নারায়ণগঞ্জকে যুক্ত করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং ডিটিসিএ’র কর্মকর্তাদের সাথে নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি) এর সদস্য দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (দুপুরে) বিকালে নগরভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক ড. আবু নছর মুহাম্মদ আব্দুল্লাহ,  নির্বাহী পরিচালক নীলিমা আখতার, অতিরিক্ত নির্বাহী পরিচালক (পিএন্ডপি) মোঃ মাহবুবুর রহমান, নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম সহ নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি) থেকে উপস্থিত ছিলেন মোঃ মেহরাব হোসেন প্রভাত, আলিফ দেওয়ান, তৌওহিদ রহমান,  আলিফ মাহমুদ, সিয়াম আহমেদ, ফাহিম মুন্তাসির শুভ, সাগর ইসলাম। 

এনজিবির প্রতিনিধিরা জানান, নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এই মেট্রোরেল। বিভিন্ন সমস্যাকে উপেক্ষা করে স্বপ্নের মেট্রোরেল বাস্তবায়নে দীর্ঘদিন যাবত আমরা নানান রকম তথ্য সংগ্রহ করে কাজ করছি এবং আমরাই প্রথম আওয়াজ তুলি নারায়ণগঞ্জে মেট্রো নিয়ে ।

এমআরটি-২ এর সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে ইতিমধ্যেই ৬ টি মন্ত্রণালয়ে স্মারক, ২৫০০ মানুষের গণসাক্ষরের মতো পদক্ষেপ আমরা নিয়ে পূর্ণ করেছি।

সবকিছুর জন্যই যেহেতু সময়ের প্রয়োজন তাই আমরা কিছু দিন অপেক্ষা করে আজ (সোমবার) প্রশাসক মহোদয়ের সাথে মেট্রোরেলের বিষয়ে বসেছি। আমরা ডিটিসিএ কর্মকর্তাগণদের কাছে আবেদন করি এমআরটি-২ রুট পূর্ণবিবেচনা ও সংশোধন করে নারায়ণগঞ্জ সদর চাষাড়া পর্যন্ত সম্প্রসারণ করার জন্য। এরজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানান এনজিবির ছাত্র প্রতিনিধিরা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ এনজ ব

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে ‘চোর’ আখ্যা দিয়ে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে ‘চোর’ আখ্যা দিয়ে মো. পারভেজ (৩২) নামের এক নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার ভোরে উপজেলার সোনাচড়া এলাকার একটি বাড়ির সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পারভেজ নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকার প্রয়াত তারা মিয়ার ছেলে। তিনি বন্দরের ঢাকেশ্বরী এলাকার একটি বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন।

পারভেজের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামী পারভেজ নির্মাণশ্রমিক। তাঁকে রাতে ধরে এনে বিদ্যুতের তার চুরির মিথ্যা অভিযোগে মারধর করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, রোববার রাতে চুরির অভিযোগে পারভেজকে আটকে মারধর করে এলাকার লোকজন। আজ সকালে আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সোনাচড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, নিহত পারভেজের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আছে। তাঁকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আছাউল হক ভূঁইয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • নারায়ণগঞ্জে ‘চোর’ সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি
  • মেট্রোরেলের কার্ডের অনলাইন রিচার্জ চালু, জানুন কীভাবে করবেন
  • যাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হানা
  • মামুন মাহমুদের বিরুদ্ধে রবির বক্তব্য উদ্দেশ্য  প্রণোদিত, সত্যতা নেই : বিডিআর রফিক 
  • ভূমিকম্প–ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠক
  • প্রয়াত ডেভিডের কবরে জেলা ও মহানগর বিএনপি’র শ্রদ্ধা ও দোয়া
  • ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে কাজ করতে সিদ্ধিরগঞ্জ যুবদল অঙ্গীকারবদ্ধ
  • বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মহানগর যুবদল ঐক্যবদ্ধ
  • নারায়ণগঞ্জে ‘চোর’ আখ্যা দিয়ে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ