যবিপ্রবির আইসিটি সেলের বিরুদ্ধে রিজেন্ট বোর্ড সভা বানচালের চেষ্ঠা
Published: 15th, October 2025 GMT
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৯তম সভা বানচাল চেষ্টায় অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের বিরুদ্ধে। এ ঘটনায় আইসিটি সেলের কাছে ব্যাখা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া ঘটনার মূল কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটির সদস্যদের নাম জানা যায়নি।
আরো পড়ুন:
যবিপ্রবিতে ছাত্র সংসদ চায় ৫৭ শতাংশ শিক্ষার্থী
যবিপ্রবিতে এআইএস স্পোর্টস কার্নিভাল শুরু
সূত্র জানায়, বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় কয়েকজন সদস্য জুম লিংকের মাধ্যমে অনলাইনে যুক্ত হওয়ার কথা ছিল। এ বিষয়ে সভার একদিন আগে নোটিশের মাধ্যমে আইসিটি সেলকে জুম লিংক তৈরির নির্দেশনা দেওয়া হয়।
কিন্তু নির্ধারিত সময় সকালে ৯টায় রিজেন্ট বোর্ডে যোগদানের জন্য সদস্যরা লিংকে প্রবেশের চেষ্টা করেও বারবার ব্যর্থ হন। পরে বিষয়টি আইসিটি সেলকে জানানো হলে তারা প্রায় ১৫–২০ মিনিট পরে ঘটনাস্থলে এসে নতুন লিংক তৈরি করেন। তাতেও প্রবেশ করতে না পেরে সদস্যরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা করার পর অন্য মাধ্যমে সভায় যুক্ত হন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব জানান, ঘটনার বিষয়ে আইসিটি সেলের কাছে ব্যাখা চেয়ে নোটিশ দেওয়ার নির্দেশনা এসেছে। এটা নিয়ে কাজ চলেছে।
তবে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড.
তিনি বলেন, “বিষয়টি বিডিরেনকে জানানো হয়েছে এবং কারণ অনুসন্ধানের অনুরোধ করা হয়েছে। এছাড়া আইসিটি সেলের প্রতিনিধির দেরিতে উপস্থিতির বিষয়ে লিখিত ব্যাখ্যা তিন কার্যদিবসের মধ্যে চাওয়া হয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “আজ সকালে রিজেন্ট বোর্ডের সভায় কয়েকজন সদস্য অনলাইনে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু তারা নির্ধারিত জুম লিংকে প্রবেশ করতে পারেননি। এজন্য আইসিটি সেলের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
ঢাকা/ইমদাদুল/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ সদস য আইস ট
এছাড়াও পড়ুন:
যবিপ্রবির আইসিটি সেলের বিরুদ্ধে রিজেন্ট বোর্ড সভা বানচালের চেষ্ঠা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৯তম সভা বানচাল চেষ্টায় অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের বিরুদ্ধে। এ ঘটনায় আইসিটি সেলের কাছে ব্যাখা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া ঘটনার মূল কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটির সদস্যদের নাম জানা যায়নি।
আরো পড়ুন:
যবিপ্রবিতে ছাত্র সংসদ চায় ৫৭ শতাংশ শিক্ষার্থী
যবিপ্রবিতে এআইএস স্পোর্টস কার্নিভাল শুরু
সূত্র জানায়, বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় কয়েকজন সদস্য জুম লিংকের মাধ্যমে অনলাইনে যুক্ত হওয়ার কথা ছিল। এ বিষয়ে সভার একদিন আগে নোটিশের মাধ্যমে আইসিটি সেলকে জুম লিংক তৈরির নির্দেশনা দেওয়া হয়।
কিন্তু নির্ধারিত সময় সকালে ৯টায় রিজেন্ট বোর্ডে যোগদানের জন্য সদস্যরা লিংকে প্রবেশের চেষ্টা করেও বারবার ব্যর্থ হন। পরে বিষয়টি আইসিটি সেলকে জানানো হলে তারা প্রায় ১৫–২০ মিনিট পরে ঘটনাস্থলে এসে নতুন লিংক তৈরি করেন। তাতেও প্রবেশ করতে না পেরে সদস্যরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা করার পর অন্য মাধ্যমে সভায় যুক্ত হন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব জানান, ঘটনার বিষয়ে আইসিটি সেলের কাছে ব্যাখা চেয়ে নোটিশ দেওয়ার নির্দেশনা এসেছে। এটা নিয়ে কাজ চলেছে।
তবে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. ফরহাদ বুলবুল বলেন, “সকাল ৯:১৫-এ আইসিটি সেলের প্রতিনিধি পূর্বপ্রস্তুত জুম লিংকে রিজেন্ট বোর্ড মিটিং চালু করতে গেলে বহিঃস্থ সদস্যরা যুক্ত হতে পারেননি। পরে রেজিস্ট্রার দপ্তরের ইমেইল দিয়ে নতুন লিংক তৈরি করেও একই সমস্যা দেখা দেয়। ধারণা করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই পরিস্থিতি হয়েছে।”
তিনি বলেন, “বিষয়টি বিডিরেনকে জানানো হয়েছে এবং কারণ অনুসন্ধানের অনুরোধ করা হয়েছে। এছাড়া আইসিটি সেলের প্রতিনিধির দেরিতে উপস্থিতির বিষয়ে লিখিত ব্যাখ্যা তিন কার্যদিবসের মধ্যে চাওয়া হয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “আজ সকালে রিজেন্ট বোর্ডের সভায় কয়েকজন সদস্য অনলাইনে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু তারা নির্ধারিত জুম লিংকে প্রবেশ করতে পারেননি। এজন্য আইসিটি সেলের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
ঢাকা/ইমদাদুল/মেহেদী